ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়াদের ফেরানোর দায়িত্ব রাজ্য সরকারের, পর্যবেক্ষণ হাইকোর্টের
কোনও লিখিত নির্দেশ না দেওয়া হলেও আদালত জানিয়েছে, সেই পরিবারগুলিকে ফিরিয়ে আনার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে।
কলকাতা: ভোট-পরবর্তী হিংসার জেরে যাদের ভিটেমাটি ছাড়তে হয়েছে, তাঁদের ঘরে ফিরিয়ে আনার দায়িত্ব রাজ্য সরকারের। বৃহস্পতিবার আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়ালের একটি মামলার শুনানি চলাকালীন পর্যবেক্ষণে এমনটাই বলতে শোনা যায় হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চকে। মামলায় দাবি করা হয়, রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার দরুন কমপক্ষে ২০০ টি এমন পরিবার ঘর ছাড়া হয়েছে যারা এখনও পর্যন্ত ফিরে আসতে পারেনি। কোনও লিখিত নির্দেশ না দেওয়া হলেও আদালত জানিয়েছে, সেই পরিবারগুলিকে ফিরিয়ে আনার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে।
মামলাকারীর অভিযোগ, পুলিশ দাবি করেছে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু আদতে সেটা হয়নি। বাড়িতে মহিলারা থাকলে পেলেও কয়েকশো পুরুষ প্রাণের ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না বলে উল্লেখ করা হয়েছে মামলায়।
এই নিয়ে রাজ্যের মতামত জানতে চাইলে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জবাব দেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নেন। পাশাপাশি জানান, এখনই কিছু বলতে পারবেন না। কারণ তিনি মামলাকারীর হলফনামা দেখেননি। তাঁর আরও যুক্তি, রাজ্য সরকার ইতিমধ্যেই রিট পিটিশনে একই ধরনের মামলার জবাবে জানিয়েছে যে অভিযোগগুলো মিথ্যা এবং ভিত্তিহীন। যদিও পাঁচ সদস্যের বিচারপতি বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, যারাই ঘর ছাড়া হয়ে থাকুক না কেন, তাঁদের ফিরিয়ে এসে পুনর্বাসন দেওয়ার দায়িত্ব রাজ্যেরই।
আরও পড়ুন: মেয়াদ বৃদ্ধির পরও আচমকা চিঠি দিয়ে মুখ্যসচিব আলাপনকে ছেড়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ছাড়াও এই বেঞ্চের সদস্য হলেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুব্রত তালুকদার। এই বেঞ্চই লাগাতার গত কয়েক সপ্তাহ ধরে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলা শুনেছে।
আরও পড়ুন: জিএসটি মুক্ত হল ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ ‘অ্যাম্ফোটেরিসিন বি’, কর ছাড় চিকিৎসা সামগ্রীতেও