High Court on TET Agitation: পর্ষদ অফিসের সামনে ১৪৪ ধারা মানতে হবে, আন্দোলনের মাঝেই নির্দেশ হাইকোর্টের

High Court on TET Agitation: সল্টলেকের রাস্তায় চলছে আন্দোলন। পর্ষদের দাবি, তাঁদের কর্মী ও আধিকারিকরা অফিসে প্রবেশ করতে পারছেন না।

High Court on TET Agitation: পর্ষদ অফিসের সামনে ১৪৪ ধারা মানতে হবে, আন্দোলনের মাঝেই নির্দেশ হাইকোর্টের
হাইকোর্টে নিয়োগ মামলা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 20, 2022 | 5:05 PM

কলকাতা : নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে। চলছে অনশন আন্দোলন। এরই মধ্যে ১৪৪ ধারা মেনে চলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পর্ষদের আর্জি মেনে বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়েছে, ১৪৪ ধারা মানতে হবে। বিধাননগরের পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনীয় পুলিশ দিয়ে পর্ষদ অফিসে কর্মীদের ঢোকা বেরনোর ব্যাবস্থা করতে হবে। ৪ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্য়ায়। অবসরকালীন বেঞ্চে ছিল এই মামলার শুনানি।

পর্ষদের তরফে আইনজীবী সুবীর সান্যাল এ দিন শাহিনবাগ আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা আন্দোলনের বিরোধী নই। আমরা চাই আমাদের কর্মী অফিসারদের অফিসে ঢোকা বেরনো, গাড়ি যাওয়া আসার ব্যবস্থা করুক পুলিশ। আমরা পুলিশের কাছে আবেদন করেছি মেল করে।’

রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, সরকার চেষ্টা করেছে, কিন্তু সংশ্লিষ্ট জায়গা থেকে আন্দোলনকারীদের সরাতে ব্যর্থ হচ্ছে রাজ্য। সরকারের তরফে আরও দাবি, সেখানে হাসপাতাল আছে, অফিস আছে, গুরুত্বপূর্ণ ব্যস্ত একটি এলাকা। সেখানে ক্রমশ ভিড় বাড়ছে। ৯ অক্টোবর থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু সেটাও মানা হচ্ছে না বলে দাবি রাজ্যের। তাই আদালত যাতে পদক্ষেপ করে, সেই আর্জিই জানানো হয়েছে।

বিচারপতি সব পক্ষের বক্তব্য শুনে বলেন, পুলিশ, কর্মীদের যাওয়া আসার ব্যবস্থা করুক। পুলিশ কি পাওয়ারলেস! জানতে চান, অফিস কোনটা? জানানো হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস, ৫৮/৭/১ প্রফুল্ল সদন।

রাজ্যের তরফ থেকে আইনজীবী অমল সেন বলেন, ‘ওটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেছি। ওখানে হাসপাতাল আছে। যানজট তৈরি হচ্ছে। রোজ আন্দোলনকারীর সংখ্যা বাড়ছে। আমরা আন্দোলনকারীদের সব রকম সাহায্য করার চেষ্টা করছি।’