Calcutta High Court: মূল সুবিধাভোগীরা কেন গ্রেফতার হয়নি? হাইকোর্টে প্রশ্নের মুখে CBI

Calcutta High Court: জামিনের আবেদনকারী আব্দুল খালেকের মূল অভিযোগ, হল এফআইআর বা চার্জশিটে আব্দুল খালেকের নাম নেই। অথচ তাকে ৭৬ দিন ধরে গ্রেফতার করে রাখা হয়েছে।

Calcutta High Court: মূল সুবিধাভোগীরা কেন গ্রেফতার হয়নি? হাইকোর্টে প্রশ্নের মুখে CBI
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 9:01 PM

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মামলায় নিম্ন আদালতের পর এবার কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) প্রশ্নের মুখে সিবিআই। যে বা যারা এই মামলার মূল সুবিধাভোগী, তারা কি গ্রেফতার হয়েছেন? প্রশ্ন কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত, হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার অন্যতম অভিযুক্ত আব্দুল খালেকের জামিনের আবেদনর শুনানি ছিল। সেই মামলার শুনানিতেই হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইকে বিচারপতির প্রশ্ন, সিবিআই এতদিন তদন্ত করছে, তাহলে মূল সুবিধাভোগীদের কেন গ্রেফতার করা হয়নি? ধৃত অভিযুক্তর থেকে কি কি তথ্য নথি পাওয়া গিয়েছে? আর কতদিন সময় লাগবে এই তদন্ত শেষ করতে?

শুধু তাই নয়, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও মন্তব্য করেন, চার্জ শিটেও নাম নেই ধৃতের। শুধু সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম দেবে বলে কি এই ভাবে সিবিআই আটকে রাখার আবেদন করতে পারে?  জামিনের আবেদনকারীর মূল অভিযোগ, হল এফআইআর বা চার্জশিটে আব্দুল খালেকের নাম নেই। অথচ তাকে ৭৬ দিন ধরে গ্রেফতার করে রাখা হয়েছে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। মূল ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি। সেই মামলার শুনানির সময় এদিন সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে ফের একবার প্রশ্ন তুলল হাইকোর্ট।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেই সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা একই দিনে গ্রেফতার করেছিল বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন সহ ছয় জনকে। সেই ছয় জনের তালিকায় নাম ছিল আব্দুল খালেকেরও। সেই আব্দুল খালেক এবার জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন। আবেদনকারীর দাবি, এফআইআর বা চার্জশিটে নাম না থাকা সত্ত্বেও তাকে গত ৭৬ দিন ধরে গ্রেফতার করে রাখা হয়েছে। এমন অবস্থায় যাতে তাঁকে জামিন দেওয়া হয়, সেই আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন আব্দুল খালেক। আর সেই মামলার শুনানির সময়েই এবার হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হল সিবিআইকে।