Calcutta High Court: রামনবমীর অশান্তি সংক্রান্ত মামলার নথি দিচ্ছে না রাজ্য, বিচারপতি মান্থার বেঞ্চের দ্বারস্থ NIA
Calcutta High Court: প্রসঙ্গত, রাম নবমীতে হাওড়া, রিষড়া, ডালখোলায় সংঘর্ষ ও অশান্তির ঘটনায় তদন্তভার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ-কে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম।
কলকাতা: বিভিন্ন মামলায় কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে অসহযোগিতার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। তার জেরে আটকে রয়েছে বহু মামলা। অভিযোগ, মামলার বহু নথিও দিচ্ছে না রাজ্য। এই সব অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় এজেন্সি। বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। প্রসঙ্গত, রাম নবমীতে হাওড়া, রিষড়া, ডালখোলায় সংঘর্ষ ও অশান্তির ঘটনায় তদন্তভার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ-কে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম।
গত ২৭ এপ্রিলের এই নির্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এটাও স্পষ্ট করে দিয়েছিল, দু’সপ্তাহের মধ্যে ওই অশান্তির ঘটনা নিয়ে যাবতীয় তথ্য এনআইএ-র হাতে তুলে দিতে হবে। রাজ্যের তরফে সে সময়ে সওয়াল করা হয়েছিল, রাম নবমীতে অশান্তির বিষয়টি গোটাটাই রাজ্যের আইনশৃঙ্খলার অধীনে। সেক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের কোনও এক্তিয়ার নেই। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর হাওড়া ও হুগলির ঘটনায় রিপোর্টও তলব করে আদালত। যদিও রাজ্য প্রথম থেকেই হিংসা, অশান্তির ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রেরই অভিযোগ তুলছিল। তারপরও NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
এনআইএ-র অভিযোগ, রাম নবমী সংঘর্ষ নিয়ে তদন্তে কোনও সহযোগিতা করছে না রাজ্য। এমনকি মামলা সংক্রান্ত কোনও নথিও দেওয়া হচ্ছে না। ফলে তদন্ত আটকে রয়েছে।
যদিও রাজ্যের তরফে বলা হচ্ছে, প্রধান বিচারপতির এনআইএ তদন্তের নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু সেই মামালায় কোনও অর্ডার নেই। গরমের ছুটির পড়ে সেই মামলার শুনানির কথা। কেন্দ্রীয় এজেন্সির অভিযোগের ভিত্তিতে বিচারপতি মান্থা মামলা দায়ের করার অনুমতি দেন। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।