Road Accident: লেলীন সরণিতে সোজা দোকানে ঢুকে গেল গাড়ি, চালক মদ্যপ, অভিযোগ স্থানীয়দের
Road Accident: ইতিমধ্যেই নিউমার্কেট থানার পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। যদিও স্থানীয়দের দাবি, ড্রাইভার মদ্যপান করেছিল। সে কারণেই এই বিপত্তি।
কলকাতা: দোকানের ভেতরে ঢুকে গেল গাড়ি। জখম হয়ে হাসপাতালে ভর্তি এক ব্যক্তি। বুধবার ঘটনাটি ঘটে লেলিন সরণিতে। পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটির ব্যাটারি এদিন আচমকা ডাউন হয়ে গিয়েছিল। সে সময় পেছন থেকে কয়েকজনকে গাড়িটিকে ঠেলতে বলা হয়। গাড়ি খুব দ্রুত গতিতে ঠেলার সময় আচমকা সেটি স্টার্ট নিয়ে নেয়। চালক ব্রেক কষতে না পারার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লেনিন সরনীতে একটি ব্যাগের দোকানে ঢুকে যায়। দোকানের এক কর্মচারী আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই নিউ মার্কেট (New Market) থানার পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। যদিও স্থানীয়দের দাবি, ড্রাইভার মদ্যপান করেছিল। সে কারণেই গাড়িটি চলতে শুরু করলে সেটিকে তিনি বাগে আনতে পারেননি।
ঘটনা প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত দোকানের মালিকের ভাই বলেন, “গাড়ি ব্রেক ফেল করেনি। ড্রাইভার মদ্যপান করেছিল। সে কারণেই এ কাণ্ড ঘটেছে। দুপুর আড়াইটের দিকে মারুতি ওমনিটা আচমকা দোকানে ঢুকে যায়। পুরো দোকানটিই ভেঙে গিয়েছে। দোকানের অনেক জিনিসই ভেঙে গিয়েছে। ক্ষতিপূরণ কীভাবে পাব এখনও জানি না।”
এদিকে দুদিন আগেই হাওড়া ব্রিজ (Howrah Bridge) থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে হাওড়া-শিয়ালদহ রুটের একটি বাস। সোদুর্ঘটনায় মৃত্যু হয় দুই পথচারীর। এ ঘটনার কয়েক সপ্তাহ আগে নিউ টাউন কয়েদি মোড় থেকে বিশ্ব বাংলা গেটের দিকে যাওয়ার সময় একটি ম্যাটাডোরকে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। কদমপুকুর মোড় এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় মৃত্যু হয় ঘাতক গাড়িটির চালক।