Calcutta High Court: নিউ টাউনে কেন নতুন দুর্গাপুজোর অনুমতি নয়? মামলা হাইকোর্টে
Calcutta High Court: হিডকোর আইনজীবী জানিয়েছেন, গত বছর ব্যতিক্রমীভাবে অনুমতি দেওয়া হয়েছিল। তাদের দাবি, আগের বার যেখানে পুজো হয়েছিল, এবার সেখানে অনুমতি দিলে ট্রাফিকের সমস্যা হতে পারে।
কলকাতা: দুর্গা পুজোর অনুমতি চেয়ে গত বছরেও যেতে হয়েছিল আদালতে। এবছর ফের আদালতের দ্বারস্থ হয়েছেন নিউ টাউনের একটি পুজোর উদ্যোক্তারা। গত বছর পুজোর অনুমতি পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল ‘নিউ টাউন ইন্টেলেকচুয়াল’ নামে একটি সংগঠনকে। তাদের দাবি, নিউ টাউন মেলা প্রাঙ্গনে পুজোর অনুমতি দিতে হবে তাদের। গত বছর আদালতের হস্তক্ষেপে মেলা প্রাঙ্গনে পুজোর অনুমতি দেওয়া হয়েছিল। তবে এবার ফের তৈরি হয়েছে জটিলতা। হিডকো ও কেএমডিএ-র তরফ থেকে মেলা প্রাঙ্গন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
শুক্রবার এই মামলার শুনানিতে পুজো উদ্যোক্তারা প্রশ্ন তোলেন, পাশেই কেএমডিএ কর্তা দেবাশিস সেনের স্ত্রীর উদ্যোগে একটি দুর্গা পুজো হয়। সেই পুজোর জৌলুস যাতে কমে না যায়, সেই কারণেই কি নতুন পুজোর অনুমতি দেওয়া হচ্ছে না?
হিডকোর আইনজীবী জানিয়েছেন, গত বছর ব্যতিক্রমীভাবে অনুমতি দেওয়া হয়েছিল। তাদের দাবি, আগের বার যেখানে পুজো হয়েছিল, এবার সেখানে অনুমতি দিলে ট্রাফিকের সমস্যা হতে পারে। আগেরবার মেলা প্রাঙ্গনেই পুজোর অনুমতি দেওয়া হয়েছিল। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য প্রশ্ন করেন, ‘তাহলে এই বছর সেই জায়গায় দিতে বাধা কোথায়?’ এর কোনও স্পষ্ট জবাব দিতে পারেনি কেএমডিএ। পুজো উদ্যোক্তাদের তরফে প্রশ্ন তোলা হয়, ইদ সহ বিভিন্ন উৎসব বা সামাজিক অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয়, তাহলে পুজোয় কেন নয়? তাদের দাবি, ওই জায়গায় সার্ভিস রোড আছে, ফলে জ্যাম হওয়ারও সুযোগ নেই। দীর্ঘ শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।