Mamata Banerjee’s comment: মমতার ‘জিহাদ’ মন্তব্য, সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা হাইকোর্টে
Mamata Banerjee's comment: ২১ জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সরব হয় বিরোধীরা।
কলকাতা : বিজেপির বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণার দিন হবে ২১ জুলাই। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে। সেই মন্তব্য প্রত্যাহার করার আর্জি জানিয়ে আগেও মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার ফের দায়ের হল জনস্বার্থ মামলা। বুধবার হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। এফআইআর দায়ের করে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে ওই মামলায়।
নবেন্দু কুমার বন্দোপাধ্যায় হাইকোর্টে ওই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। সিবিআই তদন্তের আর্জি জানানোর পাশাপাশি মামলাকারীর দাবি, মমতার ওই ‘জিহাদ’ মন্তব্যের জেরে যদি ২১ জুলাই সত্যিই কোনও অনভিপ্রেত ঘটনা ঘটে, তাহলে এনআইএ-কে দিতে হবে তদন্তভার।
যেহেতু ২১ জুলাই সম্পর্কে ওই মন্তব্য করা হয়েছিল, তাই ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার রাজ্য জুড়ে সিএপিএফ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানানো হয়েছে।
এর আগে কলকাতা হাইকোর্টে এই একই ইস্যুতে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। নাজিয়া এলাহি সেই মামলা করেছিলেন। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই মামলার কপি মুখ্যমন্ত্রীকে পাঠাতে বলেছিল।
আসলে এক দলীয় কর্মিসভা থেকেই বিতর্কের সূত্রপাত। ওই কর্মিসভায় দলের কর্মী ও সমর্থকদের বার্তা দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘সামনেই ২১ জুলাই আছে। আপনারা জানেন ২১ জুলাই আমাদের শহিদ তর্পণের দিবস। ২১ জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিবস।’ তবে রাজ্যের ব্যাখ্যা, ‘জিহাদ’ মানে আসলে ‘স্ট্রাগল’ এবং ‘ফাইট’। হাইকোর্টে এমনটাই দাবি করা হয়েছে রাজ্যের তরফে।
প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন। মন্তব্য প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন তিনি। তাঁর আশঙ্ক ছিল, মমতার এহেন মন্তব্যের জেরে গণতন্ত্রের মৃত্যু হতে পারে। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীও মমতার এই মন্তব্যের সমালোচনা করেছেন। আর এবার ২১ জুলাইয়ের ঠিক আগের দিন দায়ের হল জনস্বার্থ মামলা।