কয়লা পাচার তদন্তে রাজ্যকে এড়াতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সিবিআই

গত বছর নভেম্বর মাসে উত্তর প্রদেশের একটি মামলার শুনানি করতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্যে সিবিআই তদন্ত করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সম্মতি আবশ্যক।

কয়লা পাচার তদন্তে রাজ্যকে এড়াতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সিবিআই
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 9:21 PM

কলকাতা: কয়লা পাচার (Coal Smuggling) কাণ্ডে রাজ্য সরকারের সহযোগিতা নিয়েই তদন্ত চালাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-কে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এ দিন ডিভিশন বেঞ্চে আবেদন করেছে সিবিআই। সূত্রের খবর, আগামিকাল এই মামলার শুনানি হতে পারে। শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতাও ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

রাজ্যে কয়লা ও গরু পাচার কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। কয়লা পাচার নিয়ে বিচারপতি সব্যাসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, রাজ্যের সহযোগিতা নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারে সিবিআই। কিন্তু, সিবিআই-এর এই রায়ে আপত্তি রয়েছে। এই নিয়ে বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে সিবিআই। বিধানসভা ভোটের মাস দুয়েক আগে মামলার শুনানিতে সলিসিটর জেনারেলের উপস্থিত থাকা বেশ অর্থবহ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে মাস কয়েক আগেই অনুপ মাঝি ওরফে লালার নামে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই। এফআইআর-কে চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চে মামলা করে লালা। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেই মামলা খারিজ করে দেন। সঙ্গে এটাও জানান, রেলের এক্তিয়ারে নেই এমন জায়গায় তল্লাশি চালাতে গেলে রাজ্যের সহযোগিতা নিতে হবে সিবিআই-কে। সূত্রের খবর, ঠিক এই জায়গাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আপত্তি রয়েছে।

আরও পড়ুন: এমন ভাবে ফিরে আসব, ভাবতে পারবেন না, সব জবাব পেয়ে যাবেন: ‘আত্মপ্রত্যয়ী’ মমতা

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে উত্তর প্রদেশের একটি মামলার শুনানি করতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্যে সিবিআই তদন্ত করতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সম্মতি আবশ্যক। শীর্ষ আদালতের এই রায় নিয়ে পরবর্তী সময়ে প্রচুর জলঘোলা হয়। সিবিআই-এর যুক্তি, রাজ্য তাদের পদক্ষেপ সম্পর্কে ওয়াকিবহাল থাকলে তদন্তের গতি প্রকৃতি বিঘ্নিত হতে পারে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ও বস্তুত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিফলন ছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই রায়ের বিরুদ্ধেই আবেদন করেছে।

আরও পড়ুন: বিজেপি বিধায়ক প্রণাম ঠুকতেই মমতা বললেন, ‘কী রে কিছু ভাবলি, আর তো সময় নেই’