১২টি ভাষা সরকারি মর্যাদা পাবে রাজ্যে, ঘোষণা পার্থর
তেলেগু ভাষার মানুষদের উপস্থিতি ১০ শতাংশের বেশি হলে ব্লক জেলায় অফিসিয়াল ভাষা হিসেবে একে স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি ১২টি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।
কলকাতা: বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিন প্রথামাফিক মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কদের গ্রুপ ফটো সেশন হয়। কিন্তু, বাম ও কংগ্রেস বিধায়করা সেই ফটো সেশন বয়কট করেন। বিরোধী দলেও কোনও বিধায়কের উপস্থিতিই সেখানে চোখে পড়েনি। যা নিয়ে এ দিন সমালোচনায় সরব হন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁদের এই আচরণ সৌজন্যের ‘রুচি সম্মত’ হয়নি বলেই আজ বলেছেন পার্থবাবু।
অধিবেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে মন্ত্রিসভার বেশ কয়েকটি সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। কর্মরত অবস্থায় কোনও সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হলে তাঁর পরিবারের কোনও এক সদস্যকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, সিঙ্গুরের ১০.২৭ একর জমিতে কৃষি ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে। যার জন্য পাঁচটি সংস্থার হাতে জমি তুলে দেওয়া হয়েছে।
গত লোকসভা ভোটের আগে প্রচারে গিয়ে কাঁচরাপাড়ার এক সভা থেকে মমতা স্পষ্ট ভাষায় বলেছিলেন, “বাংলায় থাকতে হলে বাংলাটাও শিখতে হবে। তার পরে অন্য ভাষা।” তবে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, অন্যান্য ভাষাভাষীরাও সমান গুরুত্ব পাচ্ছে তৃণমূলের কাছে। বিধানসভায় সাংবাদিক বৈঠকে আজ পার্থ জানান, তেলেগু ভাষার মানুষদের উপস্থিতি ১০ শতাংশের বেশি হলে ব্লক জেলায় অফিসিয়াল ভাষা হিসেবে একে স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি ১২টি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন: দুটো পয়সার জন্য রোববারও কাজ করতেন, উত্তরাখণ্ডের অভিশপ্ত দিনে নিখোঁজ বাংলার ৩ ছেলে
এ বাদেও ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম সাধু রামচাঁদ মুর্মুর নামে করার বিষয়ে বিল বিধানসভা আনা হবে বলে জানিয়েছেন পার্থ। সাধু রামচাঁদ মুর্মুর স্মৃতি রক্ষা করা হবে। তাঁর নামে পুরস্কারের উদ্বোধনও করা হবে। পার্থ আশাপ্রকাশ করে জানান, “আমার আশা বিধানসভায় যিনি আমার বাঁদিকে বসেন (মমতা), তিনিই মুখ্যমন্ত্রী হবেন। যারা দল ছেড়ে গিয়েছেন, তাঁদের একদিন আক্ষেপ করতে হবে” বলেও দাবি করেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: জোড়াবাগান কাণ্ড: দারোয়ান নয়, তবে খুনী কে? জানাল পুলিশ