Sandeshkhali: ফোর্স নিয়ে রাতে সিবিআই ঢুকল আগারহাটির ভেড়িতে, শাহজাহান বোধহয় এবার ‘ডুবল’
ED: শেখ শাহজাহানকে গ্রেফতার করতে ৫৬ দিন লেগে গিয়েছিল রাজ্য পুলিশের। তার আগে কোর্টের গুঁতোয় তৎপরতার প্রমাণ দিতে সাতজনকে গ্রেফতার করেছিল জেলা পুলিশ। ইডির উপর হামলার ঘটনার তদন্তে নেমে সিবিআই এই সাতজনের গ্রেফতারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
কলকাতা: শেখ শাহজাহানকে খুঁজতে গিয়ে হামলার শিকার হয় ইডি। সেই ঘটনার পর থেকে নিত্য নতুন মোড় দেখা দিয়েছে সন্দেশখালিতে। ইডির উপর হামলা এবং জেলা পুলিশের হাতে গ্রেফতারি ঘিরে এবার রহস্য দানা বাধছে। ১২ জানুয়ারি ৭ জনকে গ্রেফতার দেখিয়েছিল জেলা পুলিশ। কিসের ভিত্তিতে তাঁদের গ্রেফতার, কোথা থেকে গ্রেফতার তা খতিয়ে দেখছে সিবিআই। সেই সূত্রে সোমবার দুই ধৃতকে নিয়ে দিনভর সেদিনের ঘটনার পুনর্নির্মাণ করে সিবিআই। ইডির উপর হামলার পর যেখানে যেখানে দু’জনকে রাখা হয়েছিল, সেই সব জায়গায় তল্লাশি চালানো হয়। আগারহাটি গ্রামপঞ্চায়েতের ছোট বিটপোল গ্রামেও ওই দু’জনকে নিয়ে যাওয়া হয়। রাতে অন্ধকার ভেড়িতে এলাকার ভিতরে থাকা ঝুপড়ি ঘরে চলে পুনর্নির্মাণ।
শেখ শাহজাহানকে গ্রেফতার করতে ৫৬ দিন লেগে গিয়েছিল রাজ্য পুলিশের। তার আগে কোর্টের গুঁতোয় তৎপরতার প্রমাণ দিতে সাতজনকে গ্রেফতার করেছিল জেলা পুলিশ। ইডির উপর হামলার ঘটনার তদন্তে নেমে সিবিআই এই সাতজনের গ্রেফতারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
হেফাজতে নেওয়ার পর ধৃত সাতজনকে জেরার পাশাপাশি তাঁদের মোবাইল লোকেশন ও পারিপার্শ্বিক তথ্য যাচাই করা হয়। তাতে হামলায় ধৃতদের যুক্ত থাকার পর্যাপ্ত প্রমাণ মেলেনি বলে সিবিআই সূত্রে খবর। বিষয়টি নিয়ে নিশ্চিত হতে এবার সাতজনের মধ্যে দু’জনকে নিয়ে পুনর্নির্মাণে নামল সিবিআই।
সূত্রের খবর, ইডির উপর হামলার পর আগারহাটি গ্রামপঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিনের নির্দেশেই দু’জনকে প্রথমে ছোট বিটপোল এলাকার ভেড়ি ঝুপড়িতে রাখা হয়। সোমবার ভেড়ি এলাকার সেই ঝুপড়িতে গিয়ে পুনর্নির্মাণ করে সিবিআই। রাতের অন্ধকারে সেই পর্ব চলে। এলাকার লোকজনের সঙ্গেও কথা বলে সিবিআই। শাহজাহানের বিরুদ্ধে আরও বড় কোনও ক্লু কি এবার সিবিআইয়ের হাতে। নতুন কোনও কীর্তি সামনে আসবে? উঠছে সে প্রশ্নও। এমনটা হলে তাঁর বিপদ যে বাড়বে বলাই বাহুল্য।