Firhad Hakim: ফিরহাদের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ, কমিশনে বিজেপি

BJP: বিজেপি নেতা শিশির বাজোরিয়া জাতীয় নির্বাচন কমিশনের এ রাজ্যের সিইওকে চিঠি লেখেন। সেখানে লেখেন, কলকাতা বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম আদর্শ আচরণ বিধি অমান্য করেছেন। কলকাতা পুরনিগমের ১৩৪ নম্বর ওয়ার্ড মেটিয়াবুরুজে একটি মর্মান্তিক ঘটনা ঘটে।

Firhad Hakim: ফিরহাদের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ, কমিশনে বিজেপি
ফিরহাদ হাকিম।Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 7:17 AM

কলকাতা: ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ভোটের আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলল বিজেপি। এ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তারা। সোমবারই গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর তাতেই আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে বলে দাবি বিজেপির। রবিবার রাতে গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মাণ একটি বেআইনি বহুতল ভেঙে পড়ে। ৯ জন মারা যান। বহু আহত হন। সেই ঘটনাকে সামনে রেখেই ক্ষতিপূরণের ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এরপরই বিজেপি নেতা শিশির বাজোরিয়া জাতীয় নির্বাচন কমিশনের এ রাজ্যের সিইওকে চিঠি লেখেন। সেখানে লেখেন, কলকাতা বন্দর এলাকার বিধায়ক ফিরহাদ হাকিম আদর্শ আচরণ বিধি অমান্য করেছেন। কলকাতা পুরনিগমের ১৩৪ নম্বর ওয়ার্ড মেটিয়াবুরুজে একটি মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশিরের চিঠিতে লেখা হয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে যান ফিরহাদ। সরকারের তরফে তিনি নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। এটা তিনি করতে পারেন না বলে দাবি বিজেপির।

কমিশনের ব্যাখ্যা, নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পর কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি ক্ষতিপূরণ ঘোষণা করতে পারেন না। অর্থাৎ কোনও জনপ্রতিনিধি ক্ষতিপূরণের কথা ঘোষণা করতে পারেন না। তবে প্রয়োজন পড়লে মুখ্যসচিব বা কোনও অফিসার ঘোষণা করতে পারেন।