রাতভর অপেক্ষা, এল না রুজিরার উত্তর! আজই কি দ্বিতীয় নোটিস সিবিআইয়ের

রবিবার প্রথমে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) বাড়ি শান্তিনিকেতনে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেয় সিবিআই (CBI)। তারপর নোটিস পৌঁছয় তাঁর শ্যালিকার হাইল্যান্ড পার্কের বাড়িতে।

রাতভর অপেক্ষা, এল না রুজিরার উত্তর! আজই কি দ্বিতীয় নোটিস সিবিআইয়ের
কয়লাকাণ্ডে সস্ত্রীক অভিষেককে তলব ইডি-র
Follow Us:
| Updated on: Feb 22, 2021 | 9:54 AM

কলকাতা: মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছে সিবিআই (CBI)। রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলার (Rijira Banerjee Narula) কাছ থেকে কোনও জবাব আসেনি। সূত্রের খবর, সোমবার ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে কয়লাকাণ্ডে নোটিস পাঠাতে চলেছে সিবিআই।

প্রথম নোটিসের পর এদিনই দ্বিতীয় নোটিস পাঠানোর সম্ভাবনা। সোমবার প্রথার্ধেই হয়তো কালীঘাটের ১৮৮এ, শান্তিনিকেতনে পৌঁছতে পারে সিবিআইয়ের একটি টিম। অন্যদিকে এদিনই অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের মুখোমুখি হতে পারেন তদন্তকারীরা। কয়লা পাচারকাণ্ডে তিনিও সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন। রবিবারই রুজিরার সঙ্গে নোটিস পাঠানো হয়েছে তাঁর হাইল্যান্ড পার্কের বাড়িতেও।

আরও পড়ুন: ‘জুড়ছেন দুই মা’, মোদীর হাতে যাত্রা শুরু হবে দক্ষিণেশ্বর মেট্রোর

গত কয়েকদিনে কয়লা পাচারকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। এ কাণ্ডের মূল চাঁই অনুপ মাজি ওরফে লালার খোঁজে সিবিআই। লালাকে নাগালে না পেলেও ইতিমধ্যেই বেশ কিছু প্রভাবশালীর নাম পেয়েছেন তদন্তকারীরা। লালা ও তাঁদের মাঝের সেতু হিসাবে উঠে এসেছে এক সময়ের শাসকদল ঘনিষ্ঠ বিনয় মিশ্রর নাম।

এরইমধ্যে রবিবার চাঞ্চল্যকর মোড় নেয় কয়লাকাণ্ড। আচমকাই দুপুরে খবর আসে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে যাচ্ছে সিবিআই। জানা যায়, রুজিরা এবং তাঁর বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত কিছু তথ্য এসেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। সেই সব নিয়েই শান্তিনিকেতনে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কিন্তু শান্তিনিকেতনে পৌঁছলে সেখানে অভিষেক বা তাঁর স্ত্রী কেউই ছিলেন না। এরপরই রুজিরার নামে নোটিস দেন তদন্তকারীরা।

রুজিরার সঙ্গে কথা বলতে চেয়ে রবিবার রাতভর অপেক্ষা করেছেন তাঁরা। সূত্রের খবর, সোমবার সকাল পর্যন্ত রুজিরার তরফে কোনও জবাব মেলেনি। সিবিআই আগেই জানিয়েছিল, প্রথম নোটিসের জবাব না এলে দ্বিতীয় নোটিস পৌঁছবে। সেইমতো সোমবার ফের শান্তিনিকেতনে যেতে পারে সিবিআই।