কয়লা-কাণ্ডের তদন্তে কোল ইন্ডিয়ার দ্বারস্থ সিবিআই

লালা (Coal Smuggler Laala) খনি থেকে কত কয়লা চুরি করেছে জানতে কোল ইন্ডিয়ার সাহায্য চাইল সিবিআই (CBI)। ইসিএলের (ECL) লিজ নেওয়া কয়লা খনি থেকে কত পরিমাণ কয়লা চুরি করে তুলে নেওয়া হয়েছে, তার পরিমাণ জানতেই কোল ইন্ডিয়ার সাহায্য চাওয়া হয়েছে।

কয়লা-কাণ্ডের তদন্তে কোল ইন্ডিয়ার দ্বারস্থ সিবিআই
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 10, 2020 | 12:17 AM

সুজয় পাল: কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা (Coal Smuggler Laala) খনি থেকে কত কয়লা চুরি করেছে জানতে কোল ইন্ডিয়ার সাহায্য চাইল সিবিআই (CBI)। ইসিএলের (ECL) লিজ নেওয়া কয়লা খনি থেকে কত পরিমাণ কয়লা চুরি করে তুলে নেওয়া হয়েছে, তার পরিমাণ জানতেই কোল ইন্ডিয়ার সাহায্য চাওয়া হয়েছে।

সিবিআই সূত্রে খবর, তদন্ত করতে গিয়ে তারা লালার কয়লা পাচার চক্র কীভাবে চলত সে বিষয়ে জানতে পারলেও খনি থেকে কতদিন ধরে চুরি হয়েছে, তা জানতে পারেনি। তাই কোল ইন্ডিয়ার সাহায্য চাওয়া হয়েছে। সিবিআইয়ের এক কর্তা বলেন, “খনি থেকে  কত কয়লা চুরি হয়েছে সে বিষয়টি ভালভাবে জানার জন্য আমরা কোল ইন্ডিয়াকে চিঠি লিখেছি।”

সূত্রের খবর, চিঠিতে কোল ইন্ডিয়াকে অনুরোধ করা হয়েছে রাজ্যের খনি অঞ্চলে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য। বিশেষজ্ঞরা এসে কয়লাখনিতে গিয়ে ভাল করে পরীক্ষা করবেন। তারপর রিপোর্ট দেবেন খনি নিয়ে। অর্থাৎ বৈধভাবে কয়লা খনন ছাড়াও চুরি করে কত কয়লা তোলা হয়েছে তা রিপোর্টে জানাবে কোল ইন্ডিয়া। সেই রিপোর্ট এই তদন্তে সিবিআইয়ের কাছে অন্যতম হাতিয়ার হবে। রিপোর্টকে উল্লেখ করে তদন্তকারীরা আদালতকে জানাবে লালার কয়লা চুরিতে সরকারের কত কোটি টাকার লোকসান হয়েছে।

সিবিআইয়ের অন্য এক অফিসার বলেন,  “প্রাথমিকভাবে আমাদের ধারণা গত কয়েকবছরে কয়েকশো কোটি টাকার কয়লা চুরি করা হয়েছে রাজ্যের খনি অঞ্চল থেকে।”

আরও পড়ুন: দলীয় কার্যালয়ে বসবেন না শুভেন্দু! নন্দীগ্রামে নিজস্ব কার্যালয় খুললেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী

কয়লাচুরি মামলার তদন্ত শুরু করার পরেই রাজ্যের খনি অঞ্চলে ক্যাম্প গড়ে তদন্ত শুরু করেছে সিবিআই। পাশাপাশি গোয়েন্দাদের বিশেষ দল আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জের ওই অঞ্চলে খনিগুলিতে নজরদারি চালাচ্ছে। ইসিএলের লিজ নেওয়া খনিতে গিয়ে ছবি তুলে ও ভিডিওগ্রাফি করেও রাখা হচ্ছে। কয়লাখনির সেই ছবি ও ভিডিও পাঠানো হচ্ছে কোল ইন্ডিয়াকেও। তাদের বিশেষজ্ঞ দল খনি পরিদর্শন করতে আসার আগে তারা যাতে প্রাথমিক ধারণা করতে পারে সেই জন্যই ছবি, ভিডিও পাঠানো হচ্ছে। পাশাপাশি ইসিএলের বিশেষজ্ঞরা যাতে ওই কয়লাখনি গুলির রেকর্ড ঘেঁটে ‘হোম ওয়ার্ক’ করে আসতে পারে সেই অনুরোধও করা হয়েছে তদন্তকারীদের তরফে।

আরও পড়ুন: একুশে বাজিমাতের লক্ষ্যে বঙ্গ বিজেপির ঠিকানা বদল