Coal Scam: কয়লাকাণ্ডে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ চান অভিষেক ‘ঘনিষ্ঠ’ সুজয় ভদ্র! রাজি নয় সিবিআই

CBI: সিবিআইয়ের নোটিস পাওয়ার পর বৃহস্পতিবারই সুজয় ভদ্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন জানান তিনি।

Coal Scam: কয়লাকাণ্ডে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ চান অভিষেক 'ঘনিষ্ঠ' সুজয় ভদ্র! রাজি নয় সিবিআই
কয়লাকাণ্ডে তদন্তে সিবিআই। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 1:35 PM

কলকাতা: কখনও কয়লাকাণ্ড (Coal Smuggling), কখনও গরু পাচারকাণ্ড (Cattle Smuggling), কখনও আবার ভোট পরবর্তী হিংসা মামলা (Post Poll Violence)। তিন ফলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তখন বিঁধে দিচ্ছে শাসকদলের নেতা, কর্মী কিংবা প্রথম সারির নেতৃত্বের ঘনিষ্ঠদের। কয়লা পাচারকাণ্ডে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার কর্মীকে। সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই নিজাম প্যালেসে তলব করা হয় তাঁকে। যদিও সূত্রের খবর, সুজয়ও পাল্টা চিঠি পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তিনি আবেদন করেন, ভার্চুয়ালি যেন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সূত্রের খবর, সিবিআই ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদনে সায় দেয়নি। এদিকে রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টে গেলেও বুধবার আদালত সুজয় ভদ্রকে তা দেয়নি। ফলে মনে করা হচ্ছে আবারও নোটিস পাঠানো হতে পারে তাঁকে।

সিবিআইয়ের নোটিস পাওয়ার পর বৃহস্পতিবারই সুজয় ভদ্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন জানান তিনি। যদিও তা তিনি পাননি। বরং সিবিআই তাঁকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজির হতে বলে। সূত্রের খবর, সুজয় এদিন হাজির হননি। তিনি ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদন করেন। যদিও সিবিআইয়ের তরফে এখনও সে আবেদন মঞ্জুর করা হয়নি। ফলে সুজয় ভদ্র বৃহস্পতিবার হাজিরা না দিলে আরও একবার তাঁকে নোটিস পাঠানো হবে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। কয়লাকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে এই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

এই কয়লা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে স্ক্যানারে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকেও একাধিকবার নোটিস পাঠানো হয়েছে। যদিও তাঁর কাছে কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে। যেহেতু তিনি এই মামলায় অভিযুক্ত নন, সাক্ষী তাই তাঁর বিরুদ্ধে এখনই তদন্তকারীরা কঠিন কোনও ব্যবস্থা নিতে পারবেন না। কয়লাকাণ্ডে তাঁকে দিল্লিতে তলব করেছিল ইডি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতে যান সুমিত রায়। আগামী দু’ মাসের জন্য অন্তর্বর্তী নির্দেশের সময় সীমা বাড়ানো হয়েছে। এর আগে ২০ ডিসেম্বর তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিল আদালত।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা