কয়লা পাচারকাণ্ডে মূলচক্রী লালাকে তলব সিবিআই-এর
সিবিআই-এর দাবি, এই চক্রে সিআইএসএফ, রেলের অফিসারেরাও যুক্ত রয়েছে। বর্তমানে সেই প্রভাবশালীদেরই খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা।
সুজয় পাল, কলকাতা: কয়লা পাচার কাণ্ডের মূল চক্রী অনুপ মাজি ওরফে লালাকে তলব করল সিবিআই। শনিবার তাঁকে নোটিস পাঠায় সিবিআই-এর দুর্নীতি দমন শাখা। আগামী সোমবার সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজির হতে নির্দেশ দিয়েছে সিবিআই। ইতিমধ্যেই লালার বিরুদ্ধে তথ্য-প্রমাণ জোগাড়ের কাজ শেষ করে ফেলেছে সিবিআই গোয়েন্দারা। তাঁর সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ও প্রশাসনিক ক্ষেত্রে নিজের প্রভাব খাটানোর প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। তাঁকে গ্রেফতার করে সেই প্রভাবশালীদের সম্পর্কে তথ্য আদায় করাই বর্তমানে লক্ষ্য সিবিআই-এর। সূত্রের খবর, সোমবার সিবিআই দপ্তরে হাজির হলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে।
কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছে, মূলত রাজনৈতিক প্রভাব খাটিয়েই চলতো লালার কয়লা পাচারের সাম্রাজ্য। সেই সূত্রেই যোগাযোগ ছিল রাজ্য পুলিসের শীর্ষ মহলেও। এদের মাধ্যমেই নিজের প্রভাব খাটিয়ে কয়লা পাচারের সাম্রাজ্য বিস্তার করেছিল লালা। তবে প্রভাব খাটানোর জন্য মোটা টাকাও দিতে হত লালাকে। পাশাপাশি নিজের কয়েকশো কোটি কালো টাকা বিভিন্ন ভুয়ো কোম্পানির মাধ্যমে সাদা করার কাজও চলত। ইতিমধ্যেই তাঁর কয়েক কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে গোয়েন্দারা।
গত ২৭ নভেম্বর কয়লা পাচার মামলার তদন্তভার নিজেদের হাতে তুলে নেয় সিবিআই। মামলা করা হয় অনুপ মাজি সহ ইসিএল (ECL)-র পাঁচ কর্তার বিরুদ্ধে। সিবিআইয়ের দাবি, এই চক্রে শুধু ইসিএল নয়, সিআইএসএফ (CISF) ও রেলের অফিসারেরাও যুক্ত রয়েছে।
আরও পড়ুন: সত্যজিৎ হত্যাকাণ্ডের চার্জশিটে নাম ‘চক্রান্ত’: মুকুল
সিবিআই সূত্রে খবর, খনি থেকে চোরাই কয়লা তোলার পর তা পাচারের দায়িত্ব নিত লালার সিন্ডিকেট। খনি থেকে কয়লা তোলার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য ইসিএল কর্তা এবং সিআইএসএফ অফিসারদের হাতের মুঠোয় রাখত লালা। কয়লা বোঝাই লরি রাস্তায় ওঠার পর যাতে কোনো বাধা ছাড়াই মাল পাচার করতে পারে, সেজন্য গাড়ি পিছু মোটা টাকা নিত লালা। সেই টাকার একটা বড় অংশই রাজনৈতিক নেতা ও পুলিশের কাছে পৌঁছত বলেও জানিয়েছে সিবিআই। বর্তমানে সেই প্রভাবশালীদেরই খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা।
আরও পড়ুন: ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে’, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মৌসম বেনজির নূর