MLA Suspension Rule : বিধানসভায় সাসপেনশনে নিয়ম বদল, ১ মাসের বেশি সাসপেন্ড করে রাখা যাবে না কোনও বিধায়ককে

MLA Suspension Rule : একইসঙ্গে স্থির হয়েছে মন্ত্রীরা বিধানসভার কোনও কমিটিতে থাকতে পারবেন না।

MLA  Suspension Rule : বিধানসভায় সাসপেনশনে নিয়ম বদল, ১ মাসের বেশি সাসপেন্ড করে রাখা যাবে না কোনও বিধায়ককে
পশ্চিমবঙ্গ বিধানসভা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 7:09 PM

কলকাতা : এক মাসের বেশি কোনও বিধায়ককে আর সাসপেন্ড করে রাখা যাবে না। সিদ্ধান্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) নেতৃত্বাধীন রুলস কমিটির। পাশাপাশি মন্ত্রীরা (Minister) বিধানসভার (Legislative Assembly) আর কোনও কমিটিতে থাকতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, সপ্তদশ বিধানসভার রুলস কমিটি তাঁদের প্রথম রিপোর্ট জমা দিয়েছে। ৬ মার্চ জমা পড়েছে সেই রিপোর্ট। সেখানে বলা হয়েছে এক মাসের বেশি কোনও বিধায়ক (MLA) আর সাসপেন্ড করে রাখা যাবে না। ৩৪৮ (২) ধারা পরিবর্তন করে সাসপেন্ডের নিয়মে এই বদল। 

একইসঙ্গে স্থির হয়েছে মন্ত্রীরা বিধানসভার কোনও কমিটিতে থাকতে পারবেন না। এতদিন পর্যন্ত গ্রন্থাগার কমিটি, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প কমিটি এবং সংস্কার সাধন ও ক্রিয়াকলাপ সংক্রান্ত কমিটিতে থাকতে পারতেন মন্ত্রীরা। কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হল মন্ত্রীদের।

ঘটনাচক্রে মাস কয়েক আগে বিধানসভায় সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী- সহ বিজেপির পাঁচ জনের বেশি বিধায়ক। যা নিয়ে আদালত পর্যন্তও গড়িয়েছিল জল। স্পিকারের বিরুদ্ধে অনাস্থাও এনেছিল বিজেপির পরিষদীয় দল। দলত্যাগ-বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া সহ একাধিক ইস্যুতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপির পরিষদীয় দল। কিছুদিনের মধ্যে সেই বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারও হয়েছিল। এরইমধ্যে এবার নতুন নিয়ম সামনে আসায় তা নিয়ে চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।