SSKM: প্রসূতি মৃত্যু ঘিরে তুলকালাম এসএসকেএমে, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী
SSKM: হাসপাতাল সূত্রে খবর, হিনা নাজ (২৭) নামে ওই প্রসূতির বাড়ি তপসিয়ায়। শুক্রবার শারীরিক অসুস্থতার কারণে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি হন।
কলকাতা: এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসার গাফিলতিতে প্রসূতি-মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম শনিবার সকালে। এই ঘটনার পর প্রসূতির পরিজনদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। হাসপাতাল সূত্রে খবর, হিনা নাজ (২৭) নামে ওই প্রসূতির বাড়ি তপসিয়ায়। শুক্রবার শারীরিক অসুস্থতার কারণে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি হন।
অবস্থার অবনতি হওয়ায় হিনাকে শুক্রবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হিনার পরিবারের অভিযোগ, প্রসূতিকে ভর্তি করতে দীর্ঘ টালবাহানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে রাতেই সন্তানের জন্ম দেন হিনা। এরপর শনিবার ভোরে হিনার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। এরপরই মেয়ের মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন তাঁর বাড়ির লোকজন।
হিনার পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে। হাসপাতালের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত কোনও অভিযোগ করা হয়নি। হিনার পরিবারের এক সদস্যর কথায়, “সিজার রুমে নিয়ে যাওয়ার সময় আমাদের বলেছে সই করতে। তা আমরা করে দিয়েছি। এরপর ওটি থেকে বেরিয়ে ওরা বলে তোমাদের মেয়ের বাচ্চা হয়েছে। আমরা জানতে চাই ছেলে নাকি মেয়ে। তখন আবারও একটা কাগজে সই করতে বলা হয়। বলে সই করলে তবে জানাবে সন্তানের বিষয়ে। আমরা তো অবাক। আমাদের বাড়ির বাচ্চা, আমরা জানব তার জন্য আবার সই করার কী প্রয়োজন! এরপরই আমাদের জামাই আসার পর বলছে মেয়ে মারা গিয়েছে।” মৃতের পরিবারের অভিযোগ, যদি কোথাও কোনও গরমিল না-ই হয়ে থাকে, তা হলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন লুকোচুরি করছে।
এদিকে হাসপাতাল সূত্রে খবর, হিনার মৃত্যুর পর তাঁর পরিবারের ১০-১২ জন সদস্য অপারেশন থিয়েটারে ঢুকে পড়েন। সেখানে থাকা চিকিৎসক, নার্সদের সঙ্গে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনার পর বিরাট পুলিশ বাহিনী এসএসকেএম হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়।
আরও পড়ুন: Khardaha By Election: গাড়ি থেকে নেমে ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী, রিপোর্ট তলব করল কমিশন