Cheat Fund Case Raju Sahani: চিটফান্ড মামলায় আজ রাজু সাহানির আদালতে পেশ

Raju Sahani: বিদেশে টাকা আদান প্রদানের অভিযোগ তুলেছে সিবিআই। বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের কথাও জানিয়েছে সিবিআই।

Cheat Fund Case Raju Sahani: চিটফান্ড মামলায় আজ রাজু সাহানির আদালতে পেশ
রাজু সাহানিকে আদালতে পেশ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 8:35 AM

কলকাতা: চিটফান্ড মামলায় ধৃত রাজু সাহানিকে আজ আসানসোল সিবিআই আদালতে পেশ। তার আগে আজ, বৃহস্পতিবার বিধাননগরে স্বাস্থ্যপরীক্ষা রাজু সাহানির। এর আগে রাজু সাহানিকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছিল আদালত। আদালতে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার যুক্তি পেশ করা হয়েছিল তদন্তকারীদের তরফ থেকে। সেই যুক্তির প্রেক্ষিতেই সাত দিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিল। আসানসোলের সিবিআই আদালত পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেছিল। এদিন তার মেয়াদ শেষ হচ্ছে।

বিদেশে টাকা আদান প্রদানের অভিযোগ তুলেছে সিবিআই। বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের কথাও জানিয়েছে সিবিআই। এদিন আদালতে আরও কী কী তথ্য সামনে আনা হয়, সেদিকেই নজর রয়েছে।

প্রসঙ্গত, কোথা থেকে তিনি ৮০ লক্ষ টাকা পেলেন তা জানতে মরিয়া সিবিআই। রাজুর যাবতীয় সম্পত্তির হদিশও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। রাজুর সঙ্গে বেআইনি অর্থ লগ্নি সংস্থার যোগাযোগ কীভাবে, তা নিয়েও জেরা করা হচ্ছে। সূত্রের খবর, তদন্তকারীদের কাছে রাজু দাবি করেছেন, তাঁর সব সম্পত্তি পৈতৃক সূত্রে পাওয়া। বেআইনি কোনও রোজগার তাঁর নেই।

প্রসঙ্গত, আগের বার আসানসোল আদালতে পেশ করার আগে ক্যামেরার সামনে মুখ খোলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান। কিন্তু তেমন কোনও কথা তাঁর মুখে থেকে বর হয়নি। কেবল বলেছিলেন, তাঁর কোনও বেআইনি রোজগার নেই। এদিন এখনও পর্যন্ত তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এদিন একেবারে মুখে কুলুপ এঁটেছেন তিনি। রাজু সাহানির থেকে উঠে আসা নাম বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারেরও বুধবার হাজিরা দেওয়ার কথা ছিল তদন্তকারীদের কাছে। কিন্তু তাঁর দু’জন আইনজীবী আসেন। তাঁরা ১৫ দিনের সময় চেয়ে নিয়েছেন।