Rain in Kolkata: ঠনঠনিয়া থেকে কালীঘাট, চেতলা থেকে মানিকতলা, দিনভর কলকাতার কোথায় কত বৃষ্টি হল দেখে নিন
Rain in Kolkata: ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হলেও কিছু সময়ের মধ্যে তা ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে বলে খবর। ফলে বাংলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই মনে করা হচ্ছে। তবে আগামী ১৪ তারিখ পর্যন্ত বাংলার সব জেলাতেই কম-বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা: ফের নিম্নচাপের ভ্রুকুটি বাংলার মাথায়। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এদিন সকাল থেকেই মুখভার আকাশের। বৃষ্টিতে ভিজেছে কলকাতার নানা প্রান্ত। সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ কেমন ছিল সেই তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে এদিন দিনভর মোটের উপর ভালই বৃষ্টি হয়েছে কলকাতা ও শহরতলিতে।
পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণে দেখা যাচ্ছে এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টের মধ্যে মানিকতলায় বৃষ্টি হয়েছে ৭৫ মিমি, বীরপাড়ায় ৭ মিমি, বেলগাছিয়া ৩১ মিমি, ধাপা লকে ১৮.৬ মিমি, তপসিয়া ৩১ মিমি, উল্টোডাঙায় ৪০ মিমি, পামার বাজারে ২৩ মিমি, ঠনঠনিয়ায় ৬০ মিমি, বালিগঞ্জে ৩৬ মিমি, মোমিনপুরে ৩৭ মিমি, চেতলা লকে ৩৫ মিমি, যোধপুর পার্কে ৫৫ মিমি, কালীঘাটে ৪৫ মিমি, কাম ডহরি ২৭ মিমি, কিপিটি ক্যানালে ৩৭ মিমি, দত্ত বাগানে ১২ মিমি, জিনিজিরা বাজারে ৩০.২ মিমি, বেহালা ফ্লায়িং ক্লাবে ৪১.২ মিমি, কুলিয়াট্যাংরায় ২৩.৬ মিমি, পাগলাডাঙায় ১৭.৩ মিমি, চিংড়িহাটায় ১৯.৪ মিমি।
ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হলেও কিছু সময়ের মধ্যে তা ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে বলে খবর। ফলে বাংলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বলেই মনে করা হচ্ছে। তবে আগামী ১৪ তারিখ পর্যন্ত বাংলার সব জেলাতেই কম-বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।