CM Mamata Banerjee: ভোট হিংসায় আহত তৃণমূল কর্মীদের দেখতে SSKM-এ মমতা, নিজ হাতে তুলে দিলেন আর্থিক সাহায্য
CM Mamata Banerjee: প্রসঙ্গত, ভোট ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের নানা প্রান্ত। দিনহাটা থেকে নাটাবাড়ি, মোহনপুর থেকে আরামবাগ, মাথাভাঙা থেকে খড়গ্রাম, ব্যাপক সংঘর্ষ হয় শাসক ও বিরোধীদের মধ্য়ে।
প্রসঙ্গত, ভোট ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের নানা প্রান্ত। দিনহাটা থেকে নাটাবাড়ি, মোহনপুর থেকে আরামবাগ, মাথাভাঙা থেকে খড়গ্রাম, ব্যাপক সংঘর্ষ হয় শাসক ও বিরোধীদের মধ্য়ে। অসমর্থিত সূত্রে খবর, খবর ভোট হিংসায় এখনও পর্যন্ত রাজ্যে বলি হয়েছেন কমপক্ষে ৫৭ জন। এদিকে ভোট সন্ত্রাসে মৃতদের পরিবারে জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা কয়েকদিন আগেই ঘোষণা করেছেন মমতা। যদিও সরকারের খাতায় মৃতের সংখ্য়াটা অনেকটাই কম।
নন্দীগ্রামে আহত হয়েছেন তৃণমূলের বেশ কয়েছেন। আহত হয়েছেন ভাঙড়েরও বেশ কিছু তৃণমূল কর্মী। হিংসার ছবি দেখা গিয়েছে রাজ্যের নানা প্রান্তে। তাঁদের মধ্যে অনেকেই ভর্তি রয়েছেন এসএসকেএমে। এদিন তাঁদেরই দেখতে হাসপাতালে যান মমতা। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। খোঁজ-খবর নেন আক্রান্তদের শারীরিক অবস্থা নিয়েও। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এসএসকেএমে গিয়ে ভোট সন্ত্রাসে আহতদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের তালিকা নিয়ে ফেরেন অভিষেক। সেই তালিকা মমতার হাতেও তুলে দেবেন বলে জানিয়ে ছিলেন। তীব্র আক্রমণ শানিয়েছিলেন পদ্ম শিবিরের দিকে। চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছিলেন হাইকোর্টের একাংশের দিকেও। যা নিয়ে বিস্তর বিতর্কও হয়।