CM Mamata Banerjee: ‘এটা বাংলার অবমাননা’, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজ্যপালকে নিশানা মমতার

CM Mamata Banerjee: যদিও এই ইস্যুতে দড়ি টানাটানির মধ্যেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন রাজভবনে পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস। শান্তির বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

CM Mamata Banerjee: ‘এটা বাংলার অবমাননা’, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজ্যপালকে নিশানা মমতার
মুখ্যমন্ত্রী ও রাজ্যপালImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 8:00 PM

কলকাতা: বিতর্কের মধ্যে মঙ্গলবার রাজভবনে পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day Controversy)। তা নিয়ে এসএসকেএমে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তোপ দাগলেন রাজ্যপাল, বিজেপির (BJP) বিরুদ্ধে। মমতার সাফ দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করা হয়েছে। প্রসঙ্গত, অনুষ্ঠানে না করার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছিলেন মমতা। ওই চিঠিতে লেখেন, এইদিনে বাংলা ভাগ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কারও সঙ্গে কোনও আলোচনা ছাড়া এই দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে চিহ্নিত করেছে। এটা অসাংবিধানিক। মমতা আরও লিখিছিলেন, “আমি মর্মাহত যে আপনি ২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাদিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন।”

যদিও এই ইস্যুতে দড়ি টানাটানির মধ্যেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন রাজভবনের পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যে শান্তির বার্তা দেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও মমতার দাবি,  “আমি এটা নিয়ে কালই কড়া চিঠি দিয়েছিলাম। আমিও এই বাংলায় জন্মগ্রহণ করেছি। কোনওদিন পশ্চিমবঙ্গ দিবসের কথা শুনিনি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ওরা পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে। কোনওদিন এখানে এইসব দিবস পালন হয়নি। এটা বাংলাকে অবমাননা করা। বাংলাকে অসম্মান করা। বাংলার মানুষের ঐতিহ্যের সঙ্গে রাজনৈতিক খেলা এটা। আমি এর ধিক্কার জানাই।” এরপরই পদ্ম শিবিরের দিকে নিশানা করে মমতার কটাক্ষ, রাজ্যপালের পদ পদ্মপাল হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, এদিন সন্ধ্যা নাগাদ আচমকাই এসএসকেএমে চলে আসেন মমতা। এসেই বলেন, আজ নবান্নে কেউ ছিল না। কাজ না থাকায় এখানকার ডাক্তারদের সঙ্গে একটু সময় কাটাতে আসি। রথযাত্রার শুভেচ্ছা জানাই। তারপরই সরাসরি চলে যান পশ্চিমবঙ্গ দিবসের প্রসঙ্গে। একের পর এক তোপ দাগতে থাকেন রাজ্যপাল, পদ্ম শিবিরের দিকে।