Governor Chief Secretary Meeting: এক জন ব্যবসায়ী কেন নজরদারি কমিটির চেয়ারম্যান? রাজভবনে আজ উত্তর দেবেন মুখ্যসচিব

Governor Chief Secretary Meeting: মূলত রাজ্যের সব প্রকল্পগুলোতে নজরদারি কমিটি তৈরি করেছে রাজ্য। ২১ জন সচিবকে নিয়ে সরকারি প্রকল্পগুলি নজরদারি কমিটি তৈরি হয়েছে। মূলত নজরদারি করবেন বিভিন্ন বিভাগের সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিকরা।

Governor Chief Secretary Meeting: এক জন ব্যবসায়ী কেন নজরদারি কমিটির চেয়ারম্যান? রাজভবনে আজ উত্তর দেবেন মুখ্যসচিব
রাজ্যপাল মুখ্যসচিব সাক্ষাৎ
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2022 | 12:09 PM

কলকাতা: রাজভবনে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর সাক্ষাৎ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশি হানা নিয়ে রাজ্যপালকে রিপোর্ট দেবেন মুখ্যসচিব। কী কারণে পুলিশি হানা, তা জানতে চান ধনখড়। পাশাপাশি সরকারি প্রকল্পগুলোতে নজরদারি কমিটির চেয়ারম্যান নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের। এক জন ব্যবসায়ী কেন নজরদারি কমিটির চেয়ারম্যান? সে বিষয়েও মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।

মূলত রাজ্যের সব প্রকল্পগুলোতে নজরদারি কমিটি তৈরি করেছে রাজ্য। ২১ জন সচিবকে নিয়ে সরকারি প্রকল্পগুলি নজরদারি কমিটি তৈরি হয়েছে। মূলত নজরদারি করবেন বিভিন্ন বিভাগের সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিকরা। দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান, পাশাপাশি জেলাগুলোতে যে উন্নয়নমূলক প্রকল্প চলে, তার নজরদারি চালাবেন এই আধিকারিকরা। অফিসারদের জেলা পরিদর্শন করতে হবে, নজরদারি এবং বিভিন্ন সামাজিক মূলক প্রকল্পগুলি খতিয়ে দেখতে হবে। কীভাবে প্রকল্পগুলি চলছে, তা সরাসরি বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে দেখতে হবে। মুখ্যসচিব এই নির্দেশ দিয়েছিলেন।

কমিটির মাথায় বসানো হয়েছে কৌস্তুভ রায়কে। যিনি একজন ব্যবসায়ী। তাঁকে চেয়ারম্যান করায় আপত্তি তোলেন রাজ্যপাল। মঙ্গলবার সেই বিষয়েই কথা বলতে রাজভবনে মুখ্যসচিবকে তলব করেছেন তিনি। এই বিষয়ের পাশাপাশি শুভেন্দু অধিকারীর অফিস এবং বাড়িতে পুলিশি হানার কারণ এবং প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত তথ্য দেবেন রাজ্যপালকে।

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে ওয়ারেন্ট ছাড়াই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসে তল্লাশি চালানো হয়। তা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। মুখ্যসচিবকেও এ বিষয়ে আগেই তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু সেই সময় শহরের বাইরে থাকায় মুখ্যসচিব নিজেই রাজভবনে জানিয়েছিলেন ২৩ মে, সোমবার তিনি রাজভবনে যাবেন। কিন্তু বিশেষ কারণে সোমবার তিনি রাজভবনে যেতে পারেননি। মঙ্গলবার সকালে তিনি রাজভবনে আসবেন বলে টুইট করেছেন রাজ্যপাল।