Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CID Raid: অফিসের আড়ালে চলছিল এইসব কাজ, সল্টলেক সেক্টর ফাইভে CID হানা, গ্রেফতার ৬

Salt Lake Sector V: গোপন সূত্রে খবর পেয়ে ওই ভুয়ো কল সেন্টারে তল্লাশি চালায় সিআইডি-র একটি তদন্তকারী দল। গোয়েন্দা সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই কল সেন্টারটি ইলেকট্রনিক কমপ্লেক্স থানার অধীনে সল্টলেক সেক্টর ফাইভে-এর একিউসিক্স বিল্ডিং-এর দোতলায় অবস্থিত ছিল।

CID Raid: অফিসের আড়ালে চলছিল এইসব কাজ, সল্টলেক সেক্টর ফাইভে CID হানা, গ্রেফতার ৬
ভুয়ো কল সেন্টার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2022 | 8:40 AM

বিধাননগর: ঝাঁ চকচকে অফিস। চলত শিফটে কাজ। কিন্তু বোঝার উপায় নেই এই সবের মধ্যে রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র। ভুয়ো কলসেন্টার খুলে প্রতারণা চক্র চালানোর অভিযোগে সিআইডি-র হাতে গ্রেফতার ছ’জন। বুধবার তাদের বিধাননগর আদালতে পেশ করা হবে।

গোপন সূত্রে খবর পেয়ে ওই ভুয়ো কল সেন্টারে তল্লাশি চালায় সিআইডি-র একটি তদন্তকারী দল। গোয়েন্দা সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই কল সেন্টারটি ইলেকট্রনিক কমপ্লেক্স থানার অধীনে সল্টলেক সেক্টর ফাইভে-এর একিউসিক্স বিল্ডিং-এর দোতলায় অবস্থিত ছিল। এরপর মঙ্গলবার তল্লাশি চালান গোয়েন্দা আধিকারিকরা।

সেই অভিযানে গ্রেফতার জাফর-ইব্রাহিম-বাদশা সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি, কয়েকটি ডাইলার, একটি ল্যাপটপ ও বিদেশি গ্রাহকদের বেশ কয়েকটি নথি সহ দুটি পিসি ও একটি রেজিস্ট্রার উদ্ধার করা হয়েছে। আজ ধৃতদের বিধাননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে সিআইডি সূত্রে খবর।

এর আগেও এমন ঘটনা ঘটেছে।ভুয়ো কল সেন্টারের খোঁজ মিলেছিল কলকাতায়। শহরের তথ্য প্রযুক্তি তালুক সল্টলেকের সেক্টর ফাইভে ঝাঁ চকচকে অফিস ভাড়া নিয়েই চলছিল প্রতারণার চক্র। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এ কোনও ভুয়ো কল সেন্টার। পুলিশের কাছে এই নিয়ে আগে থেকেই খোঁজ ছিল। গোপন সূত্র থেকে পাওয়া সেই তথ্যের ভিত্তিতে সোমবার সল্টলেক সেক্টর ফাইভের ওই অফিসে হানা দিয়েছিল বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশি সেই অভিযানে ইতিমধ্যেই ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অফিস থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল। সেই সঙ্গে বিভিন্ন নথিও বাজেয়াপ্ত করেছেন পুলিশকর্মীরা।