CID Probe Coal Scam: কয়লাকাণ্ডের তদন্তে সক্রিয় CID-ও, তলব রাজ্য পুলিশের তিন অফিসারকে
Coal Scam: শনিবার রাজ্য পুলিশের তিন আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তাঁদের মধ্যে রয়েছেন মাথাভাঙার সিআই অজয় কুমার মণ্ডল (অতীতে বারাবণি থানার এবং রানিগঞ্জ থানার ওসি ছিলেন তিনি), বরাকরের আইসি রাজশেখর মুখোপাধ্যায় (আগে অন্ডাল থানা ওসি ছিলেন) এবং রঘুনাথগঞ্জের আইসি পার্থ ঘোষ (তিনি আগে অন্ডাল থানার ওসি ছিলেন)।

কলকাতা : কয়লাপাচার কাণ্ডের তদন্তে এবার রাজ্য পুলিশের আরও তিন আধিকারিকদের তলব করল সিআইডি। শনিবার রাজ্য পুলিশের তিন আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তাঁদের মধ্যে রয়েছেন মাথাভাঙার সিআই অজয় কুমার মণ্ডল (অতীতে বারাবণি থানার এবং রানিগঞ্জ থানার ওসি ছিলেন তিনি), বরাকরের আইসি রাজশেখর মুখোপাধ্যায় (আগে অন্ডাল থানা ওসি ছিলেন) এবং রঘুনাথগঞ্জের আইসি পার্থ ঘোষ (তিনি আগে অন্ডাল থানার ওসি ছিলেন)। উল্লেখ্য, কয়লাপাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দাদের পাশাপাশি তদন্ত চালাচ্ছে রাজ্যের গোয়েন্দারা। ২০২১ সাল থেকে সিট গঠন করে তদন্ত চালাচ্ছে সিআইডি।
সম্প্রতি আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে সিআইডি। কয়লা পাচার কাণ্ডের তদন্তে বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন খনি অঞ্চলের দায়িত্বে থাকা বিভিন্ন পুলিশ অফিসারদের ডেকে পাঠাচ্ছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। সেই সূত্র ধরেই শনিবার রাজ্য পুলিশের আরও তিন অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন সিআইডি আধিকারিকরা। মূলত তাঁদের জিজ্ঞাসাবাদ করে রাজ্যের গোয়েন্দারা জানতে চাইতে পারেন, ওই সময়ে তাঁদের ভূমিকা কী ছিল। কয়লা পাচার সংক্রান্ত বিষয়ে তাঁরা কিছু জানতেন কি না, জানলে তা আটকানোর জন্য কী কী পদক্ষেপ করেছিলেন পুলিশ অফিসাররা… সেই সব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছেন সিআইডি আধিকারিকরা। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের আরও কয়েকজন পুলিশ অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যের গোয়েন্দারা।
উল্লেখ্য, কয়লাপাচার কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জোরকদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন একাধিক পুলিশ অফিসার। এরই মধ্যে এবার সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের গোয়েন্দারাও। ডেকে পাঠানো হচ্ছে রাজ্য পুলিশের বিভিন্ন অফিসারদের। মূলত যে সময়ে কয়লা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে, সেই সময় রাজ্য পুলিশের যে অফিসাররা বিভিন্ন খনি এলাকাগুলিতে দায়িত্ব ছিলেন, তাঁদের সেই সময়ে ভূমিকা কী ছিল, তার উত্তর খোঁজার চেষ্টা করছেন সিআইডি গোয়েন্দারা।





