TMCP: ২৪’এ লক্ষ্য ২০২৪, তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকেই সেই লক্ষ্যে ঝাঁপাবে ছাত্র যুবরা
TMCP: এই ছাত্র সমাবেশের আগে বিভিন্ন জায়গায় জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূলের ছাত্র যুবরা। বিভিন্ন এলাকায় পোস্টার ও ফ্লেক্স লাগানো, মাইকে প্রচার, বিভিন্ন কলেজ পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ চালাচ্ছে তারা।

কলকাতা: চব্বিশে লক্ষ্য চব্বিশ। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের আগে এমনই স্লোগান তুলল শাসক শিবির। তৃণমূল ছাত্র পরিষদ এ বছর ২৪ বছরে পা দিচ্ছে। ২৮ অগস্ট তাদের প্রতিষ্ঠা দিবস। তবে রবিবার বলে এবার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশের সমাবেশ হচ্ছে সোমবার ২৯ অগস্ট। সেই সমাবেশ থেকেই ২০২৪-এর লোকসভা ভোটকে লক্ষ্য করে ঝাঁপানোর বার্তা দলের। সোমবারের লক্ষ্যে শনিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রস্তুতি সভা করে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে এই সভা হয়। তাপস রায় ও বৈশ্বানর চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে। কোথায় কীভাবে সমাবেশের জন্য কী ব্যবস্থা থাকবে, বড় জমায়েত কোন কোন জায়গায় হতে পারে এই সমস্ত নিয়েই আলোচনা হয় এই বৈঠকে।
২০২৪কে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে দলের কোনও খারাপ ভাবমূর্তি যাতে তৈরি না হয়, তার জন্য সতর্ক রয়েছে শাসকদল। ২০১৮ সালের বিতর্কিত পঞ্চায়েত নির্বাচনের পর ২০১৯-এ লোকসভায় মাশুল গুনতে হয়েছিল তৃণমূলকে। বিরোধীরা অভিযোগ তুলেছিল, পঞ্চায়েত ভোটে তাদের অধিকাংশ জায়গায় মনোনয়ন পর্যন্ত জমা দিতে দেওয়া হয়নি। সেই ভুলের পুনরাবৃত্তি রুখতে পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম গায়ের জোর দল বরদাস্ত করবে না। এই মর্মে জেলায় জেলায় বার্তাও দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। এরইমধ্যে এবার ছাত্র সমাবেশ থেকে লোকসভা ভোটকে পাখির চোখ করে ঝাঁপানোর বার্তা দিতে চাইছে তৃণমূল।
এই ছাত্র সমাবেশের আগে বিভিন্ন জায়গায় জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূলের ছাত্র যুবরা। বিভিন্ন এলাকায় পোস্টার ও ফ্লেক্স লাগানো, মাইকে প্রচার, বিভিন্ন কলেজ পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ চালাচ্ছে তারা। জানা গিয়েছে শনিবার রাত থেকেই জেলার লোকজন আসতে শুরু করবেন। রবিবার উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছাত্র পরিষদের সদস্যরা এসে কলকাতায় পৌঁছবেন। ক্ষুদিরাম অনুশীলনেই তাঁদের থাকার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, “বার্তা একটাই, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করার কেন্দ্রীয় চক্রান্তের বিরুদ্ধে ছাত্রদেরই সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে।”





