Civic volunteer death: পেলেন না বাবা হওয়ার স্বাদ, জ্বরে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের
Civic volunteer death: জানা গিয়েছে, সৌমেনবাবু ডোমজুড়ের কোরোলা ষষ্ঠীতলার বাসিন্দা। পরিবার সূত্রে খবর এক সপ্তাহ জ্বরে ভোগার পর মৃত্য়ু হয় তাঁর।
হাওড়া: ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের। কলকাতা সহ বিভিন্ন জেলায় আক্রান্তের পাশাপাশি মৃত্যুর খবর সামনে এসেছে। এই পরিস্থিতির মধ্যে এবার অজানা জ্বরে মৃত্যু হল সিভিক ভলান্টিয়রের। মৃতের নাম সৌমেন ঘোষ (৩০)।
জানা গিয়েছে, সৌমেনবাবু ডোমজুড়ের কোরোলা ষষ্ঠীতলার বাসিন্দা। পরিবার সূত্রে খবর এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন সৌমেন। শনিবার মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, সৌমেনবাবুর স্ত্রী সুস্মিতা ঘোষ অন্তঃসত্ত্বা। দেড় বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের।আকস্মিক এই ঘটনায় শোকার্ত তাঁর পরিবার।
জানা গিয়েছে, গত ১ অক্টোবর থেকে সৌমেন ঘোষের হঠাৎ জ্বর আসে। পরের দিন শরীরের তাপমাত্রা আরও বৃদ্ধি পায়। দ্রুত পরিবারের লোকজন তাঁকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বাড়ে শ্বাসকষ্ট। দ্রুত তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। তবে স্থানান্তরিত করার সময়ই মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। কী কারণে কয়েকদিনের জ্বরে সৌমেনের মৃত্যু হল তা বুঝে উঠতে পারছেন না কেউই।
মৃতের স্ত্রী সুস্মিতাদেবী বললেন, “চিকিৎসকরা টাইফয়েড -সহ নানা ধরনের রক্ত পরীক্ষা করিয়েছিলেন। কিন্তু সেগুলিতে তেমন কিছুই পাওয়া যায়নি।”