দুই গোষ্ঠীর হামলায় উত্তপ্ত এসএসকেএম সংলগ্ন এলাকা

অভিযোগ, বস্তির এক যুবককে পুলিশ (Police) মারধর করে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা।

দুই গোষ্ঠীর হামলায় উত্তপ্ত এসএসকেএম সংলগ্ন এলাকা
প্রতীকী চিত্র।
Follow Us:
| Updated on: Apr 13, 2021 | 9:59 AM

কলকাতা: দুই গোষ্ঠীর হামলা। রবিবারের পর সোমবার রাতেও উত্তেজনা ছড়াল কালীঘাট (Kalighat) ও ভবানীপুর থানার মধ্যবর্তী শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট এলাকার বস্তিতে। বোতল ছুড়ে এলাকায় হিংসার পরিবেশ তৈরির পাশাপাশি মেয়েদের সঙ্গে অভব্য ব্যবহারেরও অভিযোগ ওঠে রবিবার। অভিযোগ,  তারই রেশ ছিল সোমবারের ঘটনায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতভর চলে পাহারা।

অভিযোগ, এসএসকেএম হাসপাতালের বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস সংলগ্ন চত্বরে রবিবার রাতে গোলমালের সূত্রপাত। বেশ কয়েকজন যুবক শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট এলাকার বস্তিতে হামলা চালায়। বোতল ছুড়ে মারে, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে। সেদিন পরিস্থিতি সামাল দেওয়া হলেও সোমবার এলাকা ফের অশান্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: Corona Cases and Lockdown News: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ৭৩৬, রেকর্ড সংক্রমণ দিল্লিতেও

অভিযোগ, খবর দেওয়া হয় কালীঘাট থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করলেও তারা চলে যেতেই অভিযোগ ভবানীপুর থানার পুলিশ সেখানে যায়। বস্তির এক যুবককে মারধরও করে বলে অভিযোগ। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। তাঁরাই কালীঘাট থানা ও ভবানীপুর থানার সংযোগস্থল শম্ভুনাথ স্ট্রিট এলাকায় রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। তাঁদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। তবে আর যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে রাতে পুলিশি টহলদারি চলে। বসানো হয় পুলিশ পিকেটিং।