West Bengal Weather Update: মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে, আগামী কয়েকদিনের জন্যও বিশেষ পূর্বাভাস
West Bengal Weather Update: এককথায় হাড়-কাঁপুনি শীত অনুভূত হচ্ছে শরীরে। হাওয়া অফিস বলছে, চলতি মরশুমের শীতলতম দিন বৃহস্পতিবার অর্থাৎ আজ।
কলকাতা: দ্রুত নামছে বঙ্গের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিস আগেই এই পূর্বাভাস দিয়েছিল। সেই মতোই ক্রমশ নিম্নমুখী হচ্ছে রাজ্যের তাপমাত্রার পারদ। ডিসেম্বরের শেষ থেকেই এই শীতের কোপ টের পাচ্ছেন রাজ্যবাসী। ভোরের দিকে কুয়াশায় বেরনো রীতিমত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এককথায় হাড়-কাঁপুনি শীত অনুভূত হচ্ছে শরীরে। হাওয়া অফিস বলছে, চলতি মরশুমের শীতলতম দিন বৃহস্পতিবার অর্থাৎ আজ।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। জেলাগুলির ক্ষেত্রেও পারদপতন হয়েছে।এছাড়া অন্যান্য জেলাগুলিতেও প্রায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বেড়েছে ঠান্ডার কামড়। আর উত্তরে হাওয়ার হাত ধরেই রাজ্যে কমেছে তাপমাত্রা এমনটাই মনে করছে হাওয়া অফিস।
তবে এখনই কমছে না শীতের দাপট। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলেও পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকবে। পরে হবে রৌদ্রজ্জ্বল দিন। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।