Singer KK Death: কেকে’র রেশ না কাটতেই ফের নজরুল মঞ্চে কলেজ ফেস্ট! প্রশ্নের মুখে TMCP
Singer KK Death: শোনা যাচ্ছে, দ্রুত সিদ্ধান্ত না হলে পিছিয়ে যেতে পারে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসার কথা ছিল বিখ্যাত বলিউডি গায়িকা নিকিতা গান্ধীর।
কলকাতা: গত মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন বিখ্যাত বলিউডি গায়ক কেকে (Bollywood Singer KK)। এদিকে তাঁর মৃত্যুর পরেই এই অনুষ্ঠানের আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। প্রশ্নের মুখে পড়েছে সরকারের ভূমিকা? নজরুল মঞ্চের চূড়ান্ত অবব্যস্থা নিয়ে মুখ খুলেছেন খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়। ইন্ডোর অনুষ্ঠান করার বিষয়ে কড়া নির্দেশিকাও জারি করেছে লালবাজার। কিন্তু, তারপরেও এবার ফের নজরুল মঞ্চে আয়োজিত হতে চলেছে কলেজ ফেস্ট (College Fest)। আয়োজকের ভূমিকায় হেরম্বচন্দ্র কলেজের তৃণমূল(Trinamool Congress) পরিচালিত ছাত্র সংসদ। এমনকী দলকে না জানিয়ে কার্ডও ছাপিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।
ইতিমধ্যেই ওই কলেজের টিএমসিপি-র নেতাদের থেকে সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য নেতৃত্ব। এদিকে এই খবর চাউর হতেই ফের নতুন করে চাপান-উতর তৈরি হয়েছে নানা মহলে। যে নজরুল মঞ্চে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগের মধ্যে এত বড় কান্ড ঘটে গেল সেখানেই ফের অনুষ্ঠান? প্রশ্ন উঠছে নাগরিক মহলে। এদিকে কেকে’র মৃত্যুর পর সতর্ক হয়েছে নজরুল মঞ্চ কর্তৃপক্ষও। আসন সংখ্যার তুলনায় অতিরিক্ত পাস কোনও ভাবেই দেওয়া যাবে বলে জানা গিয়েছে। নজরুল মঞ্চে ২৭০০ আসন রয়েছে। অর্থাৎ, মোট ২৭০০টি পাস দেওয়া যাবে। ইতিমধ্যেই কেএমডিএ-র তরফে এ তথ্য জানানো হয়েছে হেরম্বচন্দ্র কলেজ কর্তৃপক্ষকে। কিন্তু, সাধারণত কলেজের পড়ুয়া ছাড়াও আরও বড় সংখ্যক ছাত্রছাত্রী প্রতি কলেজ ফেস্টেই আসে। বন্ধুমহল-পরিচিতদের কারণেই বাড়ে ভিড়। সেখানে ২৭০০ পাসে কীভাবে চাহিদা পূরণ সম্ভব? ভাবাচ্ছে হেরম্বচন্দ্র কলেজের ইউনিয়নের নেতাদের। ফলে ১০ তারিখ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে সংশয়।
সূত্রের খবর, ইতিমধ্যেই বিকল্প জায়গার খোঁজও শুরু হয়েছে। শোনা যাচ্ছে, দ্রুত সিদ্ধান্ত না হলে পিছিয়ে যেতে পারে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসার কথা ছিল বিখ্যাত বলিউডি গায়িকা নিকিতা গান্ধীর। আসার কথা বাংলা ব্যান্ড বোলপুর ব্লুজেরও। কিন্তু, অনুষ্ঠান নিয়ে বিতর্ক শুরু হতেই তাদের আসা নিয়েও তৈরি হয়েছে সংশয়। সূত্রের খবর, এ বিষয়ে আগামী সোমাবর বৈঠকে বসতে চলেছে হেরম্বচন্দ্র কলেজের ইউনিয়ন। সেখানেই হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।