Congress: ধরনা কার? শুভঙ্করের অভিষেক কর্মসূচি ঘিরে সংঘাত! অস্বস্তি বাড়াচ্ছে অধীর গোষ্ঠী?

Congress: প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে কোনও কর্মসূচিতে অভিষেক ঘটবে শুভঙ্কর সরকারের। সেই কর্মসূচিতে হাজির থাকছেন সদ্য সভাপতির পদ খোয়ানো অধীর চৌধুরী। ইতিমধ্যেই সেই খবরও সামনে এসেছে। কিন্তু তার আগেই নতুন অস্বস্তি।

Congress: ধরনা কার? শুভঙ্করের অভিষেক কর্মসূচি ঘিরে সংঘাত! অস্বস্তি বাড়াচ্ছে অধীর গোষ্ঠী?
বাড়ছে চাপানউতোর Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 9:36 PM

কলকাতা: কংগ্রেস যেন আছে কংগ্রেসই! শুভঙ্করের অভিষেক কর্মসূচি ঘিরে সংঘাত প্রদেশের অন্দরে। সূত্রের খবর, অধীর গোষ্ঠীর দাবি এই কর্মসূচি মধ্য কলকাতার আয়োজিত। আদালতের অনুমতিও মধ্য কলকাতা কংগ্রেস নেতৃত্ব চেয়েছিলেন। তাই এটা প্রদেশ কংগ্রেসের কর্মসূচি নয়। সূত্রের খবর, সে কারণেই কংগ্রেসের গ্রুপে অধীর গোষ্ঠী নির্দেশ দিয়েছে, এটা মধ্য কলকাতার কর্মসূচি। তাই এটা প্রদেশের নয়। মধ্য কলকাতার নাম লেখা হোক।

এরপরে কংগ্রেসের মুখপাত্র এবং মিডিয়ার দায়িত্ব প্রাপ্ত সৌম্য আইচ রায় অধীর চৌধুরী রাজনৈতিক সচিব নিলয় প্রামাণিকের নির্দেশ মতো এই পোস্ট ডিলিটও করেছেন মিডিয়া গ্রুপ থেকে। তা নিয়ে বাড়ছে চাপানউতোর। আগামী ২৫ এবং ২৬ সেপ্টেম্বর ধর্মতলায় ধরনা কর্মসূচি রয়েছে প্রদেশ কংগ্রেসের। সভার জন্য আদলতের দ্বারস্থ হয়েছিলেন হাত শিবিরের নেতারা। এদিন আদালত সেই অনুমতিও দিয়েছে। দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ধর্নার অনুমতি পেয়েছে কংগ্রেস। ১০০ জন কর্মী সমর্থক নিয়ে এই কর্মসূচি করা যাবে বলে জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। 

প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে এই প্রথম কোনও কর্মসূচিতে অভিষেক ঘটবে শুভঙ্কর সরকারের। সেই কর্মসূচিতে হাজির থাকছেন সদ্য সভাপতির পদ খোয়ানো অধীর চৌধুরী। ইতিমধ্যেই সেই খবরও সামনে এসেছে। কিন্তু, তার আগেই কর্মসূচি ঘিরে হাত শিবিরের দুই গোষ্ঠীর সংঘাতকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চাপানউতোর। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়। যদিও এখনও পর্যন্ত শুভঙ্কর বা অধীর নিজেরা এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।