West Bengal Assembly: ১৮২-৪০ নয়, ১৬৭-৫৫! আচার্য বিলের ভোটাভুটিতে ‘বিভ্রান্তি’

West Bengal University Amendment Bill: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। সোমবার সেই সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায়।

West Bengal Assembly: ১৮২-৪০ নয়, ১৬৭-৫৫! আচার্য বিলের ভোটাভুটিতে 'বিভ্রান্তি'
বিধানসভার অধিবেশন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2022 | 9:29 PM

কলকাতা : সোমবার রাজ্য বিধানসভায় পাশ হয়েছে আচার্য বিল। তবে বিল পাশ হলেও ভোটাভুটিতে সংখ্যার তারতম্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিধানসভা সূত্রের খবর, অধিবেশনে যে ফল ঘোষণা করা হয়েছিল, তার থেকে নথিভুক্ত হওয়া ফলাফল আলাদা। জানা গিয়েছে, কেন এই বিভ্রান্তি, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রথমে জানা গিয়েছিল বিধানসভার ভোটাভুটিতে আচার্য বিলের পক্ষে ভোট পড়েছে ১৮২ টি। আর বিপক্ষে পড়েছে ৪০ ভোট। এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, বিজেপির ৫৭ জন বিধায়ক ভোট দিয়েছেন। কিন্তু স্পিকার ঘোষণা করলেন ৪০। বিধানসভার অধিবেশন কক্ষের অন্দরে ভোটাভুটিতেও ‘ছাপ্পা’র অভিযোগ তুলেছেন তিনি। এমনকী বিষয়টি নিয়ে আদালতে পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শুভেন্দুর এমন মন্তব্যের পর পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল শিবিরও। রাজ্যের শাসক দলের তরফে ব্রাত্য বসু, তাপস রায় এবং অন্যান্য নেতাদের মুখেও বক্রোক্তির সুর। তাপস রায় এই প্রসঙ্গে বলেন, “এটা ওরাই বলতে পারবে। যদি ৫৭ জনের মধ্যে কেউ ভোট না দিয়ে থাকে। বা যদি অন্য কোনও কিছু করে থাকে।” ব্রাত্য বসুও বিজেপিকে খোঁচা দিয়ে বলেছিলেন, ১৭ টি ভোট কোথায় গেল, সেটি আমাদেরও প্রশ্ন।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাবে আগেই সিলমোহর দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এরপর সোমবার সেই সংক্রান্ত বিল পেশ করা হয় বিধানসভায়। ওই বিলের বিরোধিতা করেছিল বিজেপি। বিলের বিরুদ্ধে ভোট দেন বিজেপি বিধায়করা। স্পিকারের ঘোষণা অনুযায়ী, বিলের পক্ষে ভোট পড়েছে ১৮২ টি। বিপক্ষে ভোট পড়েছে ৪০ টি। কিন্তু পদ্ম শিবিরের দাবি ছিল, বিলের বিপক্ষে তাদের ৫৭ জন বিধায়ক ভোট দিয়েছেন। বাকি ১৭ টি ভোট কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি শিবির। পাল্টা তৃণমূল শিবির থেকেও আড়ালে-আবডালে অনেকে জল্পনা উল্কে দিয়েছিলেন। ওই ১৭ জন বিজেপি বিধায়ক মমতাকেই আচার্য হিসেবে চাইছেন না তো? এমন প্রশ্নও ঘোরাফেরা করতে শুরু করেছিল রাজ্য রাজনীতির অন্দরমহলে।

আর এরই মধ্যে সন্ধে গড়াতেই বিধানসভা সূত্র মারফত জানা যায়, ভোটের যে ফল বিধানসভায় ঘোষণা করা হয়েছিল, তা ঠিক নয়। ভোটাভুটির পরে তা নথিভুক্ত করণের সময় দেখা গিয়েছে পক্ষে ভোট পড়েছে ১৬৭ টি। বিপক্ষে ভোট পড়েছে ৫৫ টি। কী করে এমন ঘটনা ঘটল, তা নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

সূত্র মারফত যে তথ্য পাওয়া যাচ্ছে, তা বিশ্লেষণ করলে দেখা যায় – প্রথমে আচার্য বিলের পক্ষে ভোট ছিল ১৮২ টি। সেখান থেকে ১৫ টি ভোট বাদ দিলে বিলের পক্ষে ভোট হয় ১৬৭ টি। অন্যদিকে আচার্য বিলের বিপক্ষে ভোট প্রথমে ছিল ৪০ টি। পরে তা বেড়ে হয়ে যাচ্ছে ৫৫। অর্থাৎ, আচার্য বিলের বিপক্ষে আরও ১৫ টি ভোট যুক্ত হচ্ছে, যা প্রথমে পক্ষে চলে গিয়েছিল।