Kaustav Bagchi on Mamata: ‘বুদ্ধবাবু হাত নাড়ার মতো অবস্থায় নেই, প্রয়োজনে CCTV দেখুন’, মমতার মন্তব্য নিয়ে খোঁচা কৌস্তভের

Kaustav Bagchi on Mamata: মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর কৌস্তভ বলেন, "বুদ্ধবাবুকে দেখে বেরনোর সময় ওইখানে রবীন দেব দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বলেন আপনারা একা কিছু করতে যাবেন না। সবাই মিলে করব আমরা।"

Kaustav Bagchi on Mamata: 'বুদ্ধবাবু হাত নাড়ার মতো অবস্থায় নেই, প্রয়োজনে CCTV দেখুন', মমতার মন্তব্য নিয়ে খোঁচা কৌস্তভের
মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, কৌস্তভ বাগচীImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 6:15 PM

কলকাতা: সোমবার বিকেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসা পরিষেবার ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি জানান যে বুদ্ধদেব ভট্টাচার্য আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন। তাঁর মনে হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে দেখে হাত নেড়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যেও তৈরি হয়েছে বিতর্ক। কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর দাবি, হাত নাড়ার মতো অবস্থায় এখনও নেই বুদ্ধদেব ভট্টাচার্য। শুধু তাই নয়, প্রয়োজনে সিসি ক্যামেরা দেখার প্রসঙ্গও টানলেন তিনি।

এ দিন হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে আগেই উপস্থিত হন কৌস্তভ। তার কিছু পরে উডল্যান্ড পৌঁছন মমতা। পরে বেরিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “হাসপাতালে ট্রিটমেন্ট চলছে। ওরা সকলে সাধ্যমতো চেষ্টা করছে। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আমার মনে হল উনি আমায় দেখে হাত নাড়লেন। এখন ভালই আছেন। ওনার জ্ঞান আছে ভালই। প্যারামিটারগুলি অনেকটাই ঠিক আছে।”

মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর কৌস্তভ বলেন, “বুদ্ধবাবুকে দেখে বেরনোর সময় ওইখানে রবীন দেব দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে বলেন আপনারা একা কিছু করতে যাবেন না। সবাই মিলে করব আমরা।” এরপরই কৌস্তভের দাবি, বুদ্ধবাবু তাঁকে হাত নাড়ায়নি। কংগ্রেস নেতা বলেন,” বুদ্ধদেব ভট্টাচার্য এখন স্থিতিশীল রয়েছেন ঠিকই। কবে হাত নাড়ার মতো জায়গায় নেই। আমি ছিলাম ওইখানে প্রয়োজনে সিসিটিভি ফুটেজ চেক করে নিন। মুখ্যমন্ত্রী নিজে হাত নাড়িয়েছেন। তবে বুদ্ধবাবু হাত নাড়ার মতো পরিস্থিতিতে নেই।” এ দিকে, আবদুল মান্নান বলেন, “কাচের ঘরে আছেন। বাইরে থেকে দেখে হাত নাড়া কী বুঝব। প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। তাতে দেশের মঙ্গল, দশের মঙ্গল।”