Congress Candidate List: বঙ্গ কংগ্রেসের তালিকায় অধীর ছাড়া নতুন চমক কারা?
Congress Candidate List: সূত্রের খবর, সেই বৈঠকে প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির সদস্যরা সিপিআইএমের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন। তবে একথাও বলেছেন (কেন্দ্রীয় পর্যবেক্ষকের উদ্দেশে) যা সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁরা সেটাই করবে। সূত্রের দাবি, এদিন প্রার্থীদের নাম নিয়েও আলোচনা হয়। বেশ কয়েকটি কেন্দ্রে প্রস্তাব করা হয়েছে নাম।
কলকাতা: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বিজেপি এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের ২০টিতে প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে। প্রস্তুতি চলছে তৃণমূলের অন্দরেও। বাম-কংগ্রেসের জোট এবারও ভোটে দেখা যাবে নাকি পৃথক লড়াই, সঙ্গী হিসাবে আইএসএফও থাকবে কি না কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। এরইমধ্যে রবিবার লোকসভা ভোটের রণকৌশল স্থির করতে বৈঠকে বসেছিল প্রদেশ কংগ্রেস। বিধান ভবনে এই বৈঠক হয়। ছিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী, প্রদেশের কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর-সহ প্রদেশ কংগ্রেস নির্বাচন কমিটির সদস্যরা। যদিও ছিলেন না দীপা দাশমুন্সি, আব্দুল মান্নান।
সূত্রের খবর, সেই বৈঠকে প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির সদস্যরা সিপিআইএমের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন। তবে একথাও বলেছেন (কেন্দ্রীয় পর্যবেক্ষকের উদ্দেশে) যা সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁরা সেটাই করবে। সূত্রের দাবি, এদিন প্রার্থীদের নাম নিয়েও আলোচনা হয়। বেশ কয়েকটি কেন্দ্রে প্রস্তাব করা হয়েছে নাম।
বহরমপুরে অধীর চৌধুরী, দার্জিলিংয়ে শঙ্কর মালাকার, পুরুলিয়ায় নেপাল মাহাতো, তমলুকে লক্ষ্মণ শেঠ, বালুরঘাটে সৌরভ প্রসাদ (ছাত্র পরিষদ সভাপতি), যাদবপুরে সৌম্য আইচ রায়ের নাম প্রস্তাব হয়েছে বলে খবর।
মালদহ দক্ষিণে ইশা খান চৌধুরি (আবু হাসেম চৌধুরি ডালুর ছেলে) প্রার্থী হতে পারেন বলে খবর। সূত্রের দাবি, ডালুবাবু অসুস্থ। তিনি অসুস্থতার কারণে সরে দাঁড়াতে চাইছেন। উত্তর কলকাতার থেকে প্রস্তাবিত নাম রণজিৎ মুখোপাধ্যায়। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়ের ছেলে তিনি। যদিও রণজিৎ দীর্ঘদিন ধরেই কংগ্রেস করেন। দলের উত্তর পূর্বের দায়িত্বপ্রাপ্ত নেতা তিনি। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসাবেও সংগঠনে পরিচিতি রয়েছে বলেই খবর। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে আশুতোষ চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবিত তালিকায় আছে বলে খবর।
তবে ডায়মন্ডহারবার ও মুর্শিদাবাদ আসন দু’টিতে জোটের কথা ভেবে আইএসএফ ও সিপিএমকে ধরা হয়েছে বলে অন্দরের খবর। ডায়মন্ড হারবার ছাড়ার সম্ভাবনা রয়েছে নওশাদ সিদ্দিকীর জন্য। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ছাড়া হতে পারে মুর্শিদাবাদ আসনটি। যদিও জোট নিয়ে এখনও নেতৃত্ব কোনও স্পষ্ট বার্তা দেয়নি।