Justice Ganguly: ‘গুরু’ বিকাশরঞ্জন কী বলছেন বিচারপতি গাঙ্গুলির ইস্তফার কথা শুনে…

Justice Abhijit Ganguly: সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "দুর্নীতির বিরুদ্ধে উনি যদি লড়াই করতে চান, তাহলে তৃণমূল বা বিজেপির মত কোনও দলের সঙ্গে তাঁর যোগাযোগ রাখা সম্ভব না। দু'টি দলই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। আদর্শ যদি হয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন তাহলে ওই দু'টো দল তাঁকে এড়িয়ে চলতে হবে।"

Justice Ganguly: 'গুরু' বিকাশরঞ্জন কী বলছেন বিচারপতি গাঙ্গুলির ইস্তফার কথা শুনে...
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় প্রসঙ্গে কী বলছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 03, 2024 | 11:09 PM

কলকাতা: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করবেন, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার পদত্যাগ করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে। এই খবর শুনে ‘বিস্মিত’ বর্ষীয়ান আইনজীবী বিকাশঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবুকে বিভিন্ন সময় এজলাসে গুরু বলে স্বীকার করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই বিচারপতির এমন সিদ্ধান্ত অবাক করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও। বিকাশবাবু বলেন, “তিনি প্রবীণ, বুদ্ধিমান মানুষ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন নিজের বিবেচনার উপর দাঁড়িয়ে। আমিও বিস্মিত এই খবরটা শুনে।”

বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দিতে পারেন বলেও বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। রবিবার এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি একবারও অনীহা প্রকাশ করেননি। আবার উৎসাহ দেখিয়েছেন, এমনও নয়।

সক্রিয় রাজনীতি করতে চাইলে বিচারপতি গঙ্গোপাধ্যায় আলাদা মঞ্চ করে তা করতে পারেন, মত বিকাশ ভট্টাচার্যর। এ প্রসঙ্গে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “দুর্নীতির বিরুদ্ধে উনি যদি লড়াই করতে চান, তাহলে তৃণমূল বা বিজেপির মত কোনও দলের সঙ্গে তাঁর যোগাযোগ রাখা সম্ভব না। দু’টি দলই আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। আদর্শ যদি হয় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন তাহলে ওই দু’টো দল তাঁকে এড়িয়ে চলতে হবে। আর এমন হতে পারে, উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য নিজস্ব একটা মঞ্চ তৈরি করতে চান। তাও হতে পারে।”