Corona Cases Lockdown News: সংক্রমণের হার কমে এল অনেকটাই, একদিনে করোনায় ১০ মৃত্যু রাজ্যে
COVID-19 Daily Update: দেশে এখনও অবধি মোট টিকা পেয়েছেন ৩৯ কোটি ৫৩ লক্ষ ৪৩ হাজার ৭৬৭ জন।
দেশে সংক্রমণের সূচক ওঠানামা করছে ক্রমশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন, একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৪২ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ২৬ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯-এ। এরমধ্যে মোট করোনাজয়ীর সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ৮৭৬ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৪২২। মোট টিকা পেয়েছেন ৩৯ কোটি ৫৩ লক্ষ ৪৩ হাজার ৭৬৭ জন। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
সংক্রমণের হার কমে এল অনেকটাই, একদিনে করোনায় ১০ মৃত্যু রাজ্যে
শেষ ২৪ ঘণ্টায় ফের একবার সামান্য কমল রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। তবে সংক্রমণের সামগ্রিক ছবিটায় খুব একটা বদল আসেনি। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত একদিনে ৮৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। শেষ ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কোনও মৃত্য়ু হয়নি।
রাজ্যে বর্তমান সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ১৩ হাজার ৮৪৮-তে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৩ শতাংশ। মৃত্যুর হার নেমে এসেছে ১.১৯ শতাংশে। শেষ একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৯২ টি। পজিটিভিটির হার ১.৫৪ শতাংশ। ১৮ টি জেলায় করোনা আক্রান্ত হয়ে কোনও ব্যক্তির মৃত্যু হয়নি শেষ ২৪ ঘণ্টায়।
সবিস্তারে পড়ুন: শূন্য মৃত্যু উত্তরবঙ্গে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮২, হুগলিতে সর্বাধিক প্রাণ কাড়ল করোনা
-
আসছে করোনার আরও ‘ভয়ঙ্কর’ ভ্যারিয়েন্ট! কী বলছে WHO?
করোনা ভাইরাস এখনও গোটা বিশ্বের কাছে একটা চ্যালেঞ্জ। প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারিয়েন্ট চিন্তায় ফেলছে বিশেষজ্ঞদেরও। এ বার বিশ্বে আরও সাংঘাতিক আকার নিতে পারে কোনও নতুন ভ্যারিয়েন্ট, এমনই আশঙ্কার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। সম্প্রতি ‘হু’-এর বিশেষজ্ঞদের অষ্টম দফার জরুরি বৈঠক সম্পন্ন হয়েছে। আর সেখানেই এই সম্ভাবনার কথা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অতিমারি যে বিশ্বজুড়ে এখনও একটা বড় চ্যালেঞ্জ, তা বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ‘হু।’
বিস্তারিত পড়ুন: আসছে করোনার আরও ‘ভয়ঙ্কর’ ভ্যারিয়েন্ট! কী বলছে WHO?
-
-
দক্ষিণে কেন বাড়ছে করোনা? খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী
আপাতদৃষ্টিতে দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও হাতে গোনা কয়েকটি রাজ্য থেকেই দেশের ৭০ শতাংশ আক্রান্তের খোঁজ মিলছে। এই পরিস্থিতির পিছনে কারণ এবং রাজ্যগুলি কী কী সতর্কতা অবলম্বন করছে, তা জানতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
বিস্তারিত পড়ুন: উত্তরপূর্বের পর এ বার দক্ষিণ, করোনা পরিস্থিতি যাচাই করতে ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
-
ছড়াচ্ছে ডেল্টা, কঠোর লকডাউন অস্ট্রেলিয়ায়
অস্ট্রেলিয়ায় ছড়াতে শুরু করেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। গতকাল সংক্রামিতের সংখ্যা ফের চরম আকার ধারণ করেছে। সিডনি ও মেলবোর্নে জরি করা হয়েছে লকডাউন। সেই বিধি কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সরকারের তরফে।
Published On - Jul 16,2021 9:44 AM