COVID 19: ফের ঊর্ধ্বমুখী বাংলার করোনা গ্রাফ, কোন জেলায় কতটা বাড়ল সংক্রমণ?

COVID 19: বিগত কয়েকদিন নিম্নমুখী থাকার পর ফের ঊর্ধ্বমুখী বাংলার করোনা আক্রান্তের সংখ্যা। কোন কোন জেলায়, কতটা বাড়ল সংক্রমণ?

COVID 19: ফের ঊর্ধ্বমুখী বাংলার করোনা গ্রাফ, কোন জেলায় কতটা বাড়ল সংক্রমণ?
পাড়ায় পাড়ায় চলছে নমুনা সংগ্রহ। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 9:26 PM

কলকাতা: মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্তের (Corona Infected Number) সংখ্যা ছিল ১৫৪। মারা গিয়েছিলেন ১ জন। তবে বুধবার তা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেল। ফের দৈনিক আক্রান্তের নিরিখে ডাবল সেঞ্চুরি করে ফেলল বাংলা। বুধবার রাজ্যে করোনা আক্রান্তের (Bengal Corona Graph) সংখ্যা দাঁড়িয়েছে ২৭২। মারা গিয়েছেন ৩ জন। তবে এদিন রাজ্যে করোনা তালিকায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। 

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে –

কলকাতা – বুধবার আক্রান্ত ৪৮। মঙ্গলবার আক্রান্ত ৩৭। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৪৮। 

উত্তর ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ৫৬। মঙ্গলবার আক্রান্ত ৩৩। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৩৪। 

দক্ষিণ ২৪ পরগনা – বুধবার আক্রান্ত ১৪। মঙ্গলবার আক্রান্ত ৮। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ১৮। 

হাওড়া – বুধবার আক্রান্ত ৯। মঙ্গলবার আক্রান্ত ৫। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৯। 

নদিয়া – বুধবার আক্রান্ত ৪৮। মঙ্গলবার আক্রান্ত ৩। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৩। 

পশ্চিম বর্ধমান – বুধবার আক্রান্ত ২৪। মঙ্গলবার আক্রান্ত ১০। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ১৫। 

পশ্চিম মেদিনীপুর- বুধবার আক্রান্ত ১৩। মঙ্গলবার আক্রান্ত ৪। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৭। 

দার্জিলিং- বুধবার আক্রান্ত ৩। মঙ্গলবার আক্রান্ত ৭। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৮। 

বীরভূম – বুধবার আক্রান্ত ২৩। মঙ্গলবার আক্রান্ত ৯। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ১৮। 

পূর্ব বর্ধমান- বুধবার আক্রান্ত ১১। মঙ্গলবার আক্রান্ত ৪। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৪। 

পূর্ব মেদিনীপুর – বুধবার আক্রান্ত ২। মঙ্গলবার আক্রান্ত ৪। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ১। 

জলপাইগুড়ি – বুধবার আক্রান্ত ৬। মঙ্গলবার আক্রান্ত ৫। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৬। 

মুর্শিদাবাদ- বুধবার আক্রান্ত ০। মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ২। 

মালদহ – বুধবার আক্রান্ত ৫। মঙ্গলবার আক্রান্ত ৫। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ১৩। 

উত্তর দিনাজপুর – বুধবার আক্রান্ত ৩। মঙ্গলবার আক্রান্ত ১। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ০। 

আলিপুরদুয়ার – বুধবার আক্রান্ত ৭। মঙ্গলবার আক্রান্ত ১। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৭। 

বাঁকুড়া – বুধবার আক্রান্ত ৩। মঙ্গলবার আক্রান্ত ৫। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ২। 

দক্ষিণ দিনাজপুর – বুধবার আক্রান্ত ১১। মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৪। 

পুরুলিয়া – বুধবার আক্রান্ত ৫। মঙ্গলবার আক্রান্ত ২। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ৩। 

ঝাড়গ্রাম – বুধবার আক্রান্ত ০। মঙ্গলবার আক্রান্ত ১। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ০। 

কোচবিহার – বুধবার আক্রান্ত ৬। মঙ্গলবার আক্রান্ত ০। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ২। 

কালিম্পং – বুধবার আক্রান্ত ০। মঙ্গলবার আক্রান্ত ২। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ০। 

হুগলি – বুধবার আক্রান্ত ১৯। মঙ্গলবার আক্রান্ত ৮। সোমবার আক্রান্ত ২৩। রবিবার আক্রান্ত ১৮।