Group D recruitment: গ্রুপ-ডি নিয়োগে অনিয়ম, সিবিআই তদন্তের হুঁশিয়ারি আদালতের

Calcutta High Court: প্যানেল বহির্ভূত নিয়োগের সুপারিশ কেন করল স্কুল সার্ভিস কমিশন, জানতে চেয়ে ২৪ ঘণ্টার মধ্য়ে কমিশনের সচিবকে তলব করল হাইকোর্ট।

Group D recruitment: গ্রুপ-ডি নিয়োগে অনিয়ম, সিবিআই তদন্তের হুঁশিয়ারি আদালতের
অন্তর্বর্তী নির্দেশ দিল হাইকোর্ট। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2021 | 10:44 PM

কলকাতা : রাজ্যে একাধিক চাকরির ক্ষেত্রেই রয়েছে দুর্নীতির অভিযোগ। এবার গ্রুপ-ডি নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি। নিয়োগ সংক্রান্ত ব্যাখ্যা না পেলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে, এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে।

গ্রুপ ডি নিয়োগের অনিয়ম দেখে এ দিন বিস্ময় প্রকাশ করে হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এনাফ ইজ এনাফ। কী ভাবে এমন কমিশন চলতে পারে?’ বিচারপতি আরও বলেন, কমিশনের অনুসন্ধান কমিটি চোখে ধুলো দেওয়া ছাড়া কিছুই নয়।

স্কুল সার্ভিস কমিশন প্যানেল বহির্ভূত নিয়োগের সুপারিশ করেছে। সেই নিয়োগের ব্যাখ্যা চেয়ে ২৪ ঘন্টার মধ্যে কমিশন সচিবকে তলব করেছে হাইকোর্টের। ২৫ জনের নিয়োগের ক্ষেত্রে এই অভিযোগ রয়েছে। সুপারিশ নথি সহ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কমিশন সচিবকে। বুধবার সকাল সাড়ে ১০ টায় হাজিরা দিতে হবে তাঁকে।

আরও পড়ুন : TMC Manifesto for Tripura: ফ্রি ওয়াই-ফাই থেকে পিঙ্ক অটো! ‘নবরত্ন’ ইস্তাহার প্রকাশ তৃণমূলের

উল্লেখ্য, ২০১৬ সালে রাজ্যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই মতো ১৩ হাজার নিয়োগ হয়। ২০১৯ সালের মে মাসে সেই গ্রুপ ডি প্যানেলের মেয়াদ শেষ হয়। তারপরেও একাধিক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। ২৫ জনের নিয়োগের সুপারিশের কথা জানা গিয়েছে। সেই তথ্য হাইকোর্টের হাতে আসে। কী ভাবে মেয়াদ উত্তীর্ণ নিয়োগ তালিকা থেকে নিয়োগ তারই কৈফিয়ত চায় হাইকোর্ট।

আদালতে এ দিন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আইনজীবী জানিয়েছেন, কমিশনের পাঁচটি আঞ্চলিক অফিস রয়েছে। সেই অফিসগুলি থেকে কিছু গাফিলতি হয়ে থাকলেও হতে পারে। আঞ্চলিক অফিস গুলি সেন্ট্রাল অফিসের সঙ্গে সমন্বয় রাখে না বলে দাবি করেন তিনি। অনিয়মের অভিযোগ থাকলে, কমিশন অনুসন্ধান কমিটি গড়ে বিষয়টি খতিয়ে দেখে আদালতকে জানাতে পারে। তার জন্য কিছুটা সময় চাওয়া হয়েছে। বিচারপতি কমিশনের সেই আবেদন ফিরিয়ে দিয়ে এ দিন বলেছেন, ‘এনাফ ইজ এনাফ।’

আরও পড়ুন : Leander Paes: ‘সোনার গোয়া’ হবে সিঙ্গাপুরের মতো, দিনভর জনসংযোগে লিয়েন্ডার পেজ