Prasanna Roy: কার নির্দেশে বানানো হল ‘লিস্ট’? আদালতে প্রশ্ন তদন্তকারী সংস্থার, ফের CBI হেফাজতে প্রসন্ন

Prasanna Roy: প্রসন্ন রায়ের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন গোয়েন্দারা। তাঁর অফিসে নিয়োগ সংক্রান্ত লেনদেনের রফা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

Prasanna Roy: কার নির্দেশে বানানো হল 'লিস্ট'? আদালতে প্রশ্ন তদন্তকারী সংস্থার, ফের CBI হেফাজতে প্রসন্ন
নিয়োগ দুর্নীতি মামলায় CBI হেফাজতে প্রসন্ন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 3:33 PM

কলকাতা : নিয়োগ দুর্নীতি-কাণ্ডে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে প্রসন্ন রায়ের ওপর বিশেষ নজর রয়েছে সিবিআই-এর। নিয়োগ সংক্রান্ত লেনদেনের সঙ্গে প্রসন্নর সরাসরি যোগ ছিল বলে সিবিআই সূত্রে খবর। গত শুক্রবার সল্টলেকের অফিস থেকে গ্রেফতার করা হয়। তাঁকে হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবার ফের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হল প্রসন্নকে। সোমবার আদালতে পেশ করা হলে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিন আদালতে সিবিআই একটি তালিকার কথা উল্লেখ করে। তদন্তকারী সংস্থার আইনজীবীরা দাবি করেন, সিবিআই-এর হাতে একটি তালিকা রয়েছে, চাকরি প্রার্থীদের তালিকা বলেই জানা গিয়েছে। যে সব চাকরি প্রার্থীকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল, তাঁদের নাম তালিকায় রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সেই তালিকা কার নির্দেশে তৈরি হয়েছিল? তালিকায় কতজনের নাম ছিল? তা জানা জরুরি বলে দাবি করেছে সিবিআই। তাই প্রসন্নকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন আইনজীবীরা। এসএসসি দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হওয়া আর এক ব্যক্তি প্রদীপ সিং-এর মুখোমুখি বসিয়ে প্রসন্নকে জেরা করতে চায় সিবিআই।

একই সঙ্গে প্রসন্নর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিবিআই। গোয়েন্দাদের দাবি, প্রসন্ন বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। দুর্নীতির সঙ্গে সরাসরি যোগ থাকার অভিযোগ আগেই সামনে এসেছে। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হওয়া এসএসসি-র প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিনহা নাকি প্রসন্নর সংস্থা থেকেই গাড়ি নিতেন। শান্তিপ্রসাদের সঙ্গে প্রসন্নর যোগ থাকার কথা নাকি অনেকেরই জানা। তাই পার্থ-ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসন্নকে এই মামলায় গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী সংস্থা।

অন্যদিকে, এ দিন প্রসন্নর আইনজীবী আদালতে দাবি করেন, প্রসন্ন তদন্তে সহযোগিতা করেছেন। তাঁর শারীরিক অবস্থাও ভাল নয় বলে উল্লেখ করে জামিনের আবেদন করেন আইনজীবী। দুপক্ষের সওয়াল জবাবের পর প্রসন্ন রায়ের জামিনের আর্জি খারিজ করেন বিচারক।