COVID Update: নমুনা পরীক্ষা বাড়তেই ফের ৮০০ পার রাজ্যের করোনা গ্রাফে

COVID 19 Situation in West Bengal: রাজ্যে কিছুটা কমেছে পজিটিভিটি রেটও। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে পজিটিভিটি রেট ২.৮৮ শতাংশ। আজ তা কিছুটা কমে হয়েছে ২.২১ শতাংশ।

COVID Update: নমুনা পরীক্ষা বাড়তেই ফের ৮০০ পার রাজ্যের করোনা গ্রাফে
কিছুটা স্বস্তি দিচ্ছে করোনা। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2021 | 12:06 AM

কলকাতা: ফের ৮০০ পার করল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা । সোমবার সকাল ৯ টা থেকে মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। একইসঙ্গে সুস্থও হয়ে উঠেছেন অনেকে। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থ হয়েছেন ৮২৫ জন।

একইসঙ্গে রাজ্যে কিছুটা কমেছে পজিটিভিটি রেটও। সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে পজিটিভিটি রেট ২.৮৮ শতাংশ। আজ তা কিছুটা কমে হয়েছে ২.২১ শতাংশ। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ২৭। গত একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ১১৫টি।

COVID Update

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৩ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২৩ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৩ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-২।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু:সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২১ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-৪।

আরও পড়ুন: School Reopening: ফিরল চক-ব্ল্যাকবোর্ডের চেনা গন্ধ! স্কুল খুলতেই হাজির ৭২ শতাংশ পড়ুয়া