Covid-19 Bulletin: ৮০০-র নীচে নামল দৈনিক সংক্রমণ, কমছে পজিটিভিটি রেটও

Covid-19 Bulletin: করোনার দৈনিক সংক্রমণ ক্রমশ কমছে রাজ্যে। এবার ৮০০-র নীচে নামল সংক্রমণ, মৃতের সংখ্যা ২৭।

Covid-19 Bulletin: ৮০০-র নীচে নামল দৈনিক সংক্রমণ, কমছে পজিটিভিটি রেটও
প্রতীকী ছবি (সৌজন্যে :PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 9:27 PM

কলকাতা : রাজ্যে করোনা সংক্রমণ কমল আরও। বৃহস্পতিবার রাজ্যের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৮১৪। শুক্রবার সেই সংখ্যা আরও কমে নেমেছে ৮০০-র নীচে। দৈনিক আক্রান্তেৎ সংখ্যা ৭৬৭। আর মৃতের সংখ্যা ২৭। সংক্রমণের সঙ্গেই মৃত্যুর সংখ্য়াও ক্রমশ কমতে শুরু করেছে।

বাংলায় স্বস্তি দিচ্ছে পজিটিভিটি রেটও। বৃহস্পতিবার যা ছিল ১.৮০ শতাংশ, শুক্রবার তা আরও কমে হয়েছে ১.৭৩ শতাংশ। একদিনে ৪৪ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ৯৮ শতাংশের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

কোন জেলায় কত আক্রান্ত, একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মুর্শিদাবাদ–গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।

নদিয়া– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু:বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-৩।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-২।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-৩।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৫, শুক্রবার-৭।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-৪।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা