সুস্থতার পথে বাংলা! তিন মাস পর হাজারের নীচে নামল সংক্রমণ

Covid Bulletin: দ্বিতীয় ঢেউ যখন চরমে, সেই সময় গড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল ২০ হাজারে।

সুস্থতার পথে বাংলা! তিন মাস পর হাজারের নীচে নামল সংক্রমণ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2021 | 9:59 PM

কলকাতা: গত কয়েক মাসে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ভয়ঙ্কর চেহারার মুখোমুখি হয়েছিল গোটা দেশ। ব্যতিক্রম নয় বাংলাও। এপ্রিল-মে মাসে করোনা আক্রান্তের দৈনিক সংক্রমণ হু হু করে বাড়তে থাকে। ভোট মিটতেই জারি হয় কড়া বিধি-নিষেধ। অবশেষে একটু একটু করে আশার আলো দেখছে বাংলা। প্রায় তিন মাস পর সোমবার করোনার দৈনিক সংক্রমণ নামল এক হাজারের নীচে। সোমবারের স্বাস্থ্য দফতরের রিপোর্ট আনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৫ জন, যা ১ এপ্রিলের পর সর্বনিম্ন।

এর আগে ৩১ মার্চ আক্রান্তের সংখ্যা ছিল ৯৮২। তারপর থেকেই হাজার ছাড়িয়ে ২০ হাজারেও পৌঁছে যায় দৈনিক সংক্রমণ। এপ্রিল মাসের শুরু থেকেই নতুন করে সংক্রমণের হার বাড়তে শুরু করে। দ্বিতীয় ঢেউয়ের দাপাদাপি শুরু হয় তখন থেকেই। এরপর গত কয়েকদিনে সংক্রমণের সংখ্যা একটু একটু করে কমতে শুরু করেছে। অনেকদিন পর আজ হাজারের নীচে নেমেছে সেই সংখ্যা।  স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫,০৬,২৭৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৯৭ জন, মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যের সুস্থতার হার ৯৭.৬৩ শতাংশ। পজিটিভিটির হার কমে হয়েছে ২.১৯ শতাংশ।

আরও পড়ুন: বিজেপি বিধায়কের অভিষেকের সঙ্গে বৈঠক নিয়ে গুঞ্জন, পরিস্থিতি সামলাতে ময়দানে খোদ শুভেন্দু

গত কালও আক্রান্তের সংখ্যা ছিল হাজারের ওপরে। রবিবার রাজ্যে নতুন কোভিডে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৯৭ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ২০ জনের। অন্যদিকে, রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ১৭ হাজার ৯৫০-এ।