খুব বিশেষ বদল নয়, কবি এখন স্থিতিশীল! রয়েছেন সিসিইউ-তেই

শারীরিক অবস্থার অবনতি হয়েছে জয় গোস্বামীর (Joy Goswami)। সূত্রের খবর, তাঁকে সিসিইউ-তে (CCU) স্থানান্তরিত করা হয়েছে।

খুব বিশেষ বদল নয়, কবি এখন স্থিতিশীল! রয়েছেন সিসিইউ-তেই
কবি জয় গোস্বামী
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2021 | 10:06 AM

কলকাতা:  গত দু’দিনের তুলনায় কবি জয় গোস্বামীর (Joy Goswami) শারীরিক অবস্থার বিশেষ বদল হয়নি। সূত্রের খবর, তাঁকে সিসিইউ-তে (CCU) স্থানান্তরিত করা হয়েছে। বর্ষীয়ান এই কবিও করোনায় আক্রান্ত।

মঙ্গলবার বিকেলে এন‌আরবিএমে প্রতি মিনিটে ১২ লিটার অক্সিজেন দিতে হচ্ছিল। তার থেকে অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি বলে বক্তব্য চিকিৎসকদের। বেলেঘাটা আইডি’র অধ্যক্ষ অণিমা হালদার অবশ্য জানিয়েছেন, এখন উনি ভাল আছেন। স্থিতিশীল।

রবিবারই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতেই প্রচণ্ড জ্বর আসে তাঁর। সঙ্গে বমি শুরু হয়। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উপসর্গ থাকায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে।

চিকিৎসকরা জানাচ্ছেন, আচমকাই তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। হালকা আচ্ছন্নভাব রয়েছে। অভক্সিজেন সাপোর্ট রয়েছে। অসুস্থ কবির স্ত্রী কাবেরী গোস্বামীও। তবে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ।

আরও পড়ুন: সস্ত্রীক করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে ভর্তি করা হল মীরাদেবীকে

এদিকে, সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। করোনা পজিটিভ হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। সূত্রের খবর, মীরাদেবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরেই রয়েছেন বুদ্ধবাবু। তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। মীরাদেবীকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে।