Covid-19: কলকাতা বিমানবন্দরে বিদেশ ফেরত মহিলার কোভিড রিপোর্ট পজিটিভ , ভর্তি বেলেঘাটা হাসপাতালে
কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন ব্রিটিশ মহিলা। র্যানডম টেস্টেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে কলকাতার এক হাসপাতালে ভর্তি বিদেশ ফেরত কোভিড রোগী।
কলকাতা: কলকাতায় হদিশ মিলল কোভিড পজিটিভ বিদেশ ফেরত মহিলার। রবিবার গভীর রাতে ওই মহিলা কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন। তারপর র্যানডম টেস্টেই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে আলাদা করা হয় এবং বর্তমানে তিনি কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি। তাঁর কোভিড নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে সূত্রের খবর। ওই মহিলার সঙ্গে আগত বিমানের অন্যান্য যাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কোভিড আক্রান্ত ওই মহিলার নাম কিলবানে কিরাতি মেরি। ব্রিটিশ-অস্ট্রেলিয়ান নাগরিক কিলবানে কিরাতি কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার AK-63 উড়ান কলকাতা আসেন। বুধবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। বুদ্ধগয়া যাওয়ার উদ্দেশ্যেই কলকাতায় আসেন। এরপর বিমানবন্দরে র্যানডম টেস্টে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
কিলবানে কিরাতি মেরির কোভিড রিপোর্ট পজিটিভ আসতেই বিমানবন্দরে সকলের মধ্যে আতঙ্ক ছড়ায়। এরপর বিমানবন্দরে থাকা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই মহিলার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন এবং পুনরায় কোভিড টেস্ট করা হয়। সেই রিপোর্টও পজিটিভ আসে। এরপরই অন্যান্য যাত্রীদের থেকে ওই মহিলাকে আলাদা করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই বেলেঘাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বেলেঘাটা হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ওই ব্রিটিশ মহিলা নাগরিককে।
অন্যদিকে, ওই ব্রিটিশ মহিলা নাগরিকের সঙ্গে AK-63 উড়ানে আগত যাত্রীদেরও কোভিড পরীক্ষা করা হয়। যদিও সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। কারও শরীরে কোভিড উপসর্গও মেলেনি। তবে ঝুঁকি এড়াতে সকলকে আপাতত পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর।
প্রসঙ্গত, চিনের পাশাপাশি জাপান, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়াতেও করোনা সংক্রমণের হার অতিরিক্ত হারে বেড়েছে। চিনে মৃতের সংখ্যাও উদ্বেগ বাড়িয়েছে। এবার আতঙ্ক বাড়িয়েছে করোনার নয়া উপজাতি BF.7। ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা নিতে শুরু করেছে ভারতও। ইতিমধ্যে যে সমস্ত দেশে করোনার প্রকোপ রয়েছে, সেই দেশগুলি থেকে আগত বিমানযাত্রীদের বিমানবন্দরেই র্যানডম কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য মন্ত্রক। মাস্ক পরা সহ কোভিড সতর্কবিধিও জারি করেছে। যদিও এর মধ্যেও এদিন সকালেই গয়া বিমানবন্দরে ৪ বিদেশ ফেরত যাত্রীর মধ্যে কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও তাঁরা কোভিডের কোন প্রজাতিতে আক্রান্ত, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যে এবার কলকাতা বিমানবন্দরেও বিদেশ ফেরত যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এল। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।