সরকারি কর্মীদের টিকাকরণ শুরু হবে, ব্যবস্থা করবে সরকার: মুখ্যসচিব
নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের ৭ লক্ষের বেশি কর্মী এই ভ্যাকসিন পেতে চলেছেন।
কলকাতা: প্রথম ধাপে চিকিৎসক ও চিকিৎসা কর্মী, দ্বিতীয় দফায় ফ্রন্টলাইন ওয়ার্কারদের ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ। এ বার সমস্ত সরাকারি কর্মীদের টিকাকরণের (Covid Vaccination) ব্যবস্থা করবে রাজ্য সরকার (WB Govt)। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের ৭ লক্ষের বেশি কর্মী এই ভ্যাকসিন পেতে চলেছেন।
ফ্রন্টলাইন ওয়ার্কারদের পর কথা ছিল পঞ্চাশোর্ধ্ব এবং কোমর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের টিকা দেওয়া হবে। তবে তারও আগে সরকারি কর্মচারীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। সেই তালিকায় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নাম রয়েছে। তাঁদের সবাইকেও টিকাকরণের আওতায় নিয়ে আসতে চাইছে রাজ্য সরকার। মুখ্যসচিব সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অনুরোধ করেছেন, তাঁরা যেন সকলে ভ্যাকসিন নেন।
আরও পড়ুন: আইইডি বিস্ফোরণের সম্ভাবনা জোরাল, নিমতিতায় নমুনা সংগ্রহে ফরেন্সিক দল
উল্লেখ্য, দিনদুয়েক আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই নির্দেশিকা জারি করে জানায়, সমস্ত ভোট কর্মীদের নির্বাচনের আগেই টিকা দিতে হবে। নির্বাচন চলাকালীন ভোটকর্মীদের মধ্যে যাতে কোনও ভাবেই সংক্রমণ মাথাচাড়া না দেয় তা নিশ্চিত করতেই এই নির্দেশিকা জারি করেন স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। ফলে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকলকেই টিকা দিতে হবে রাজ্যকে। একই যাত্রায় যাতে পৃথক ফল না হয় সেই কথা মাথাই রেখেই রাজ্য সরকার আরও দ্রুত এই পদক্ষেপ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: আইইডি বিস্ফোরণের সম্ভাবনা জোরাল, নিমতিতায় নমুনা সংগ্রহে ফরেন্সিক দল