Dipsita Dhar: কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোট নিয়ে বড় ইঙ্গিত দীপ্সিতার, কী বলছেন বাম নেত্রী

Dipsita Dhar: বাংলায় ৮ আসনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছে আইএসএফ। তাঁদের ইচ্ছে তালিকায় আবার যাদবপুর, শ্রীরামপুরের মতো আসনও রয়েছে। শ্রীরামপুরে দীপ্সিতার পাশাপাশি যাদবপুর থেকে লড়ছেন সৃজন ভট্টাচার্য।

Dipsita Dhar: কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোট নিয়ে বড় ইঙ্গিত দীপ্সিতার, কী বলছেন বাম নেত্রী
দীপ্সিতা ধর Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 16, 2024 | 7:16 PM

কলকাতা: ১৬ জন প্রার্থীর নাম সামনে এনেছে দল। কয়েকদিন আগেই লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শ্রীরামপুর থেকে লড়ছেন দিপ্সীতা ধর। একুশের বিধানসভা নির্বাচনে বালি থেকে লড়তে দেখা গিয়েছিল তাঁকে। তবে এই প্রথম লোকসভার ময়দানে। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিপ্সীতা। প্রসঙ্গত, এদিনই বাংলায় সাত দফায় লোকসভা ভোটের ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তা নিয়েই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। কিন্তু, বামেরা কী শেষ পর্যন্ত কংগ্রেস, আইএসএফের সঙ্গে সমঝোতা করে ভোটে লড়বে? বোঝাপড়া হবে তো আসন নিয়ে? প্রশ্ন রয়েই গিয়েছে। এদিকে বিজেপি আবার প্রথম দফায় বাংলায় ২০ জনের প্রার্থী তালিকা সামনে এনেছে। পরের তালিকা এখনও আসেনি। তা নিয়ে খোঁচা দিলেন দীপ্সিতা। 

বিজেপির প্রার্থী তালিকার প্রসঙ্গ উঠতেই বাম নেত্রী বলেন, “লড়াইটা আমাদের আদর্শের মধ্য দিয়ে হবে। বিজেপি অর্ধেক দিয়েছে ভেবেচিন্তে। বাকি অর্ধেক দেওয়ার জন্য যাঁরা তৃণমূলে টিকিট পেলেন না তাঁদের সবাইকে ঠিকমতো পজিশন দেওয়ার জন্য অপেক্ষা করছেন।” এদিকে বাংলায় ৮ আসনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছে আইএসএফ। তাঁদের ইচ্ছে তালিকায় আবার যাদবপুর, শ্রীরামপুরের মতো আসনও রয়েছে। শ্রীরামপুরে দীপ্সিতার পাশাপাশি যাদবপুর থেকে লড়ছেন সৃজন ভট্টাচার্য।  যদিও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলছেন, “ডায়মন্ড-হারবারে আইএসএফের আগ্রহ আছে বলে তো আমরা শুনিনি। ওরা আগ্রহী যাদবপুরে। ডায়মন্ড-হারবারে তো ভাঙড় নেই।” অন্যদিকে মুর্শিদাবাদেও বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হবে বলে শোনা যাচ্ছে।

দীপ্সিতা বলছেন, “আমরা চাই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই হোক। এদের বিরুদ্ধে যাঁরা আছেন তাঁদের এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই জন্য একটু সময় লাগছে। আসন সমঝোতার ক্ষেত্রে সময় লাগছে। আমরা অপেক্ষা করছি। আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য সময় পাওয়া যাবে বলেই মনে করি।”