Lok Sabha Election: বাংলায় ২৯ হাজারেরও বেশি অজামিনযোগ্য কেস কার্যকর করা যায়নি: নির্বাচন কমিশন

Chief Election Officer: দিল্লি থেকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সাংবাদিক বৈঠক শেষ হতেই কলকাতায় কমিশনের অফিস থেকে সাংবাদিক বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ১৪ মার্চ পর্যন্ত হিসেব তুলে ধরে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, রাজ্যে গত পরশুর হিসেব পর্যন্ত ২৯হাজার ৫৬৭টি অজামিনযোগ্য ধারা কার্যকর হতে বাকি রয়েছে। এখনও পর্যন্ত কার্যকর হয়েছে ১ লাখ ৫ হাজার ৯৯টি।

Lok Sabha Election: বাংলায় ২৯ হাজারেরও বেশি অজামিনযোগ্য কেস কার্যকর করা যায়নি: নির্বাচন কমিশন
মুখ্য নির্বাচনী আধিকারিকের সাংবাদিক বৈঠকImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2024 | 6:51 PM

কলকাতা: শনিবার বিকেলেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। চলবে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত। এরপর ৪ জুন ভোটগণনা। দিল্লি থেকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সাংবাদিক বৈঠক শেষ হতেই কলকাতায় কমিশনের অফিস থেকে সাংবাদিক বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ১৪ মার্চ পর্যন্ত হিসেব তুলে ধরে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, রাজ্যে গত পরশুর হিসেব পর্যন্ত ২৯হাজার ৫৬৭টি অজামিনযোগ্য ধারা কার্যকর হতে বাকি রয়েছে। এখনও পর্যন্ত কার্যকর হয়েছে ১ লাখ ৫ হাজার ৯৯টি।

পাশাপাশি লোকসভা নির্বাচনের সময়ে রাজ্যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলেও আশ্বস্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ভোট ঘোষণার আগেই বাংলায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রকে দেওয়া চিঠিতে বাংলার জন্য ৯২০ কোম্পানি বাহিনীর প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। তাহলে কি সেই সংখ্যক বাহিনীই আসছে লোকসভা ভোটের জন্য? এই বিষয়ে অবশ্য এখনই কিছু জানাতে চাইছে না কমিশন। তবে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এদিন আশ্বস্ত করে জানিয়েছেন, পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে। তিনি বলেছেন, ‘সব বাহিনী না আসা পর্যন্ত সংখ্যা আমরা বলব না। তবে এটা বলতে পারি পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। যে দফায় যেমন আসন সেই অনুসারে বাহিনী ব্যবহার হবে।’

উল্লেখ্য গত লোকসভা নির্বাচনেও বাংলাতে সাত দফায় ভোট হয়েছিল। এবারও তাই-ই হচ্ছে। সাত দফায় ভোট। উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। এবার কি তার থেকেও বেশি বাহিনী আনা হবে বাংলায় ভোট পরিচালনার জন্য? আপাতত সেই উত্তরেরই অপেক্ষায় রাজনৈতিক মহল থেকে শুরু করে বাংলার আম জনতা।