Metro Services: ময়দান স্টেশনে আপ লাইনে ফাটল, ৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো চলাচল
Metro: ময়দান স্টেশনে আপ লাইনে ফাটল ধরা পড়েছে। যার জেরে টালিগঞ্জ থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।
কলকাতা: ব্যাহত মেট্রো চলাচল (Metro Services)। এবার ময়দান স্টেশনে (Maidan Station) আপ লাইনে ফাটল ধরা পড়েছে। রবিবার বিকালে সওয়া ৩টে নাগাদ ময়দান স্টেশনে মেট্রো কর্মীদের ফাটলটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মেট্রো। এই ঘটনার জেরে জেরে টালিগঞ্জ থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। তবে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে।
জানা গিয়েছে, এদিন সওয়া ৩টে নাগাদ আপ লাইনে যাওয়ার সময় ময়দান ও পার্কস্ট্রিট স্টেশনের মাঝে একটি আওয়াজ শুনতে পান মেট্রোর চালক। সঙ্গে সঙ্গে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেট্রো আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। তারপর তাঁরাই লাইনের মাঝে ফাটল দেখতে পান। সুতরাং বলা যায়, বরাতজেরে এদিন বড় দুর্ঘটনা এড়াল মেট্রো। তারপরই ওই লাইনে ফাটল মেরামতির কাজ শুরু হয়েছে। এরপর পৌনে ৬টা নাগাদ মেরামতির কাজ সম্পূর্ণ হলেই ময়দান আপ লাইনে পরিষেবা শুরু হয়। তবে বিকালে হঠাৎ করে মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু যাত্রী। যদিও আজ ছুটির দিন হওয়ায় যাত্রীর ভিড় তুলনামূলক কম।
প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই নোয়াপাড়া ডাউন লাইনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক তরুণ-তরুণী। তারপর গুরুতর জখম যুগলকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তরুণের মৃত্যু হয়। সেই ঘটনার জেরেও বেশ কিছুক্ষণ নোয়াপাড়া থেকে ডাউন লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল।