Weather Update: শক্তি হারিয়ে আরও দুর্বল দানা, এবার ছুটছে কোনদিকে? আর হবে বৃষ্টি?

Weather Update: শেষ আপডেটে জানা যাচ্ছে শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় যোধপুর পার্কে বৃষ্টি হয়েছে ২০৯ মিমি। অন্যদিকে ব্যারাকপুরে এই পরিমাণ ১৭০ মিমি। বালিগঞ্জে ১৭০ মিমি। সাগরদ্বীপে ১১৯ মিমি। আলিপুরে ১১৮ মিমি। হলদিয়াতে ১১৫ মিমি।

Weather Update: শক্তি হারিয়ে আরও দুর্বল দানা, এবার ছুটছে কোনদিকে? আর হবে বৃষ্টি?
কী বলছে আবহাওয়া দফতর Image Credit source: Getty Image
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2024 | 10:20 AM

কলকাতা: গতকালই হারিয়েছে ঘূর্ণিঝড়ের তকমা। তারপর থেকে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হিসাবেই বাংলার উপর ঘোরাফেরা করছিল। এবার আরও শক্তি খোয়াল। শেষ পর্যন্ত নিম্নচাপে পরিণত হয়েছে দানা। এমনটাই বলছে আবহাওয়া দফতর। সকাল থেকেই কলকাতার আকাশ নতুন করে হাসতে শুরু করেছে। শরতের রোদে ঝলমল করছে চারপাশ। হাওয়া অফিস বলছে কলকাতার মতো বেশিরভাগ জেলাতেই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থেকে যাচ্ছে। 

অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা গেলেও দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বর্তমানে ওড়িশার উপর রয়েছে এই নিম্নচাপ। তবে দ্রুত মিলিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতরের কর্তারা। নিম্নচাপের জেরে শুক্রবারও প্রবল বৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা। কলকাতায় দিনভর ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। জেলায় জেলায় প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষের। মাথায় হাত কৃষকদের। 

শেষ আপডেটে জানা যাচ্ছে শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় যোধপুর পার্কে বৃষ্টি হয়েছে ২০৯ মিমি। অন্যদিকে ব্যারাকপুরে এই পরিমাণ ১৭০ মিমি। বালিগঞ্জে ১৭০ মিমি। সাগরদ্বীপে ১১৯ মিমি। আলিপুরে ১১৮ মিমি। হলদিয়াতে ১১৫ মিমি। ডায়মন্ড হারবারে ১১৪ মিমি। কল্যাণীতে ১১৩। উলুবেড়িয়াতে ১০৮ মিমি। পিছিয়ে নেই মেদিনীপুরও। সেখানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০৭ মিমি, সেখানে পানাগড়ে এই মাত্রা ১০৪ মিমি, বর্ধমানে ১০৩ মিমি, কলাইকুণ্ডাতে ১০১ মিমি, দমদমে ১০০ মিমি।