Cyclone Michaung: আগেরবার বরাত জোরে রক্ষে, এবার ‘মিগজাউম’-এর রক্তচক্ষু! অশনি সঙ্কেত দেখছে বাংলা
Cyclone: মিগজাউম- ভারী কঠিন একটি শব্দ। যা এখন আপাতত ভারত, বাংলাদেশ ও মায়ানমারের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। চলতি বছরে এটি চতুর্থ ঘূর্ণিঝড়। কিছুদিন আগেই মিধিলি-র রোষের মুখে পড়তে গিয়েও কোনওক্রমে বেঁচে গিয়েছে বাংলা।
কলকাতা: ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বঙ্গোপসাগরে। নভেম্বর-শেষে সাগরে কি ঘূর্ণিঝড় মিগজাউম্? উদ্বেগের কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে, আন্দামান সাগরে নতুন নিম্নচাপ ঘনীভূত হয়েছে। ২৯ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পরবর্তী ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ এখনও স্পষ্ট নয়। সাগরে ঘূর্ণিঝড় ঘনালে ঠান্ডার দফারফা হবে বাংলায়। আগামী ৭ দিনে তাপমাত্রা কমার কোনও আশা নেই।
হামুন, মিধিলির পর মিগজাউম? আবহাওয়াবিদদের পূর্বাভাস, আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অশনী সঙ্কেত। সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের অভিমুখ স্পষ্ট নয়। তবে এর প্রভাবে আগামী ৭ দিনে তাপমাত্রা কমবে না বাংলায়।
মিগজাউম- ভারী কঠিন একটি শব্দ। যা এখন আপাতত ভারত, বাংলাদেশ ও মায়ানমারের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। চলতি বছরে এটি চতুর্থ ঘূর্ণিঝড়। কিছুদিন আগেই মিধিলি-র রোষের মুখে পড়তে গিয়েও কোনওক্রমে বেঁচে গিয়েছে বাংলা। বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ে মিধিলি। ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৮ জনের মৃত্যুরও খবর আসে। তবে বাংলার তরফেও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বাড়তি সতর্কতা নেওয়া নেওয়া হয়েছিল। এবারও তার ব্যতিক্রম নয়। কারণ যে কোনও দুর্যোগেই অশনী সঙ্কেত দেখে বাংলার উপকূলবর্তী জেলার মানুষগুলো। বাঁধ নিয়ে সংশয় থেকেই যায়। এই পরিস্থিতিতে আবারও ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি।