বিপুল পরিমাণ বিদ্যুতের খুঁটি, ট্রান্সফর্মার-তার নিয়ে ইয়াস মোকাবিলায় কোমর বেঁধেছে নেমেছে রাজ্য বিদ্যুৎ দফতর

আমফানের (Amphan) অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইয়াস (Cyclone Yaas) আসার আগেই এবারে  বিদ্যুৎ দফতরের  তরফে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ।

বিপুল পরিমাণ বিদ্যুতের খুঁটি, ট্রান্সফর্মার-তার নিয়ে ইয়াস মোকাবিলায় কোমর বেঁধেছে নেমেছে রাজ্য বিদ্যুৎ দফতর
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 25, 2021 | 8:32 AM

কলকাতা: আমফানের সময়ে গ্রাম, শহরতলি, শহরের বড় অংশ দীর্ঘদিন বিদ্যুৎহীন অবস্থায় ছিল। জমা জলে কাজ করতেও প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বিদ্যুৎ কর্মীদের। আমফানের (Amphan) অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইয়াস (Cyclone Yaas) আসার আগেই এবারে  বিদ্যুৎ দফতরের  তরফে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ।

এক নজরে বিদ্যুৎ দফতরের পদক্ষেপ

♦উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বিদ্যুৎকর্মীদের বিশেষ দল গঠন করা হয়েছে।

♦ কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে দুটি করে দল গঠন করা হয়েছে। ♦ গুরুত্বপূর্ণ এলাকাগুলির জন্য থাকছে কুইক রেসপন্স টিম। ♦ জেলায় ২০ হাজার বিদ্যুতের খুঁটি পাঠানো হয়েছে। ♦ ৪৫০টি ট্রান্সফর্মার ও ২৫৫ কিমি তার পাঠানো হয়েছে। ♦ জল সরবরাহ থেকে মোবাইল পরিষেবা চালু রাখার বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে। ♦ মঙ্গলবার থেকেই বিদ্যুৎদফতরের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু হচ্ছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভা, সিইএসসি ও পূর্ব দফতর বৈঠক করেছে। ভার্চুয়াল ওই বৈঠকে উপস্থিত ছিল কলকাতা পুলিশও। পরিস্থিতি মোকাবিলায় ২০ টি দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের পর বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে ২৫০ কর্মীকে প্রস্তুত রাখছে সিইএসসি।

আরও পড়ুন: ল্যান্ডফল স্থল থেকে দূরত্ব ২০০ কিমি! আমফানের চেয়ে শক্তিশালী ইয়াসে কতটা ক্ষতিগ্রস্ত হবে কলকাতা? আর কখন থেকে?

সাইক্লোন মোকাবিলায় সবরকমের প্রস্তুতি নিয়েছে সিইএসসিও। জমা জলে যাতে কাজ করতে অসুবিধা না হয় অতিরিক্ত ড্রেনেজ পাম্পিং স্টেশনের পরিকল্পনা করা হয়েছে। এবং অতিরিক্ত জেনারেটারের ব্যবস্থাও রাখা হচ্ছে। ব্যাকআপের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে সিইএসসি-র পক্ষ থেকে। একই সঙ্গে কন্ট্রোল রুমের ব্যবস্থা করে হেল্পলাইনের ব্যবস্থাও করা হয়েছে। একটি সাধারণ হেল্পলাইন নম্বর সকলের জন্য রয়েছে। তা হল, ১৯১২। এ ছাড়াও একটি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে রাখা হয়েছে, ৭৪৩৯০০১৯১২।